চট্টগ্রামের হিলভিউ আবাসিকে গরুর পঁচা মাংস বিক্রি, বিক্রেতাকে অর্থদণ্ড

২৪ ঘণ্টা ডট নিউজ:::চট্টগ্রামের হিলভিউ আবাসিক এলাকায় পঁচা মাংস বিক্রি করায় বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৭ এপ্রিল) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, হিলভিউ আবাসিক এলাকায় গরুর পচা মাংস বিক্রি করায় মাংস বিক্রেতাকে ৫হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া পাঁচলাইশ,খুলশী ও বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করে সেলুন, টেইলার্স, হার্ডওয়ার ও কাপড়ের দোকান খোলা রাখায় ৭টি মামলায় সাড়ে ৬হাজার টাকা জরিমানা করা হয়।”
শুক্রবার দিনভর নগরীর বিভিন্ন থানা এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে সচেতনতা তৈরি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ১০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০টি মামলায় ৬০ হাজার ৫শত টাকা জরিমানা করেছেন।

কোতোয়ালি, সদরঘাট ও ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন একটি স্যানিটারি সামগ্রীর দোকানকে ১হাজার টাকা, দুইটি সেলুনকে ৮শত টাকা, একটি টেলিকমের দোকানকে ৩শত টাকা, সামাজিক দূরত্ব না মানায় ৩টি পৃথক মামলায় ১হাজার টাকা এবং একটি বেকারিকে ১হাজার টাকা জরিমানা করেন।
নগরীর বন্দর, ইপিজেড, পতেঙ্গা থানাধীন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান অভিযান চালিয়ে বন্দর এলাকায় একটি টাইলসের দোকানকে ৫হাজার টাকা, একটি টেইলরের দোকানকে ১হাজার টাকা জরিমানা করেন। এসময় অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা করায় নেভি হাসপাতাল এলাকায় দুইজনকে ৩হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে।
নগরীর আকবরশাহ, পাহাড়তলি, হালিশহর এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর অভিযান পরিচালনা করেন। তিনি “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর আওতায় ৭টি মামলায় ৮হাজার ২ হাজার টাকা জরিমানা করেছেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান চান্দগাঁও, চকবাজার, বাকলিয়া এলাকায় ১৩টি মামলায় ১৯ হাজার ৭শত টাকা জরিমানা করেন।
চান্দগাঁও মোহরা কাজির হাট বাজার এলাকায় প্রচুর লোক সমাগম দেখা যায়। স্থানীয় থানার সহায়তা নিয়ে মাইকিং এর মাধ্যমে সেখানে জনগণকে সচেতন করার পাশাপাশি ৩টি মামলায় ২হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার।
পাহাড়তলী এলাকায় সামাজিক দূরত্ব না মানায় এক মোটরবাইক চালককে ৫শত টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক।
পাঁচলাইশ, খুলশী, বায়েজিদ এলাকায় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামনূন আহমেদ অনীক ২টি মামলায় দেড় হাজার টাকা জরিমানা করেছেন।
এছাড়া সদরঘাট, কোতোয়ালী ও ডবলমুরিং থানায় এলাকায় ২টি মামলায় ৩হাজার ২শত টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন ও বন্দর, ইপিজেড, পতেঙ্গা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ২টি মামলায় ৮শত টাকা জরিমানা করেছেন।
আপনার মতামত লিখুন