করোনায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের ত্রাণ তৎপরতা

নূর মোহাম্মদ হৃদয় : মহামারী করোনা ভাইরাস (কেভিড-১৯) এর আতঙ্কে ঘরবন্দী অসহায় দু:স্থ মানুষদের খুদা নিবারণ ও করোনার ভয়াল থাবা থেকে জেলাবাসীকে রক্ষার্থে সারাদেশের ন্যায় অতিশয় তৎপর খাগড়াছড়ি জেলা প্রশাসন।
উপার্জনহীন জেলার অভূক্ত মানুষদের সাহার্যাথে ত্রান ও দুযোর্গ মন্ত্রনালয় হতে প্রাপ্ত খাদ্যশস্য (চাউল), নগদ টাকা ও শিশুখাদ্য বাবদ অর্থ সহায়তা গত ২৫ মার্চ হতে ১৯ এপ্রিল পর্যন্ত উপজেলা ও পৌরসভা ভিত্তিক নিম্নলিখিতহারে বন্টনের তথ্য দিয়েছেন জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা মো: বাহারুল্লাহ।
এ বরাদ্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার মেয়রদের অনুকুলে দেয়া হয়েছে। তবে এটি শেষ নয়, এ সহায়তা একটি চলমান প্রক্রিয়া বলেও জানান তিনি।
উপজেলা/পৌরসভায় বরাদ্দকৃত চাউল>নগদ টাকা>শিশুখাদ্য বাবদ টাকা
খাগড়াছড়ি সদর ১০৬ টন ৬.৫০ লক্ষ ২ লক্ষ
খাগড়াছড়ি পৌরসভা ৪৫ টন ১.২৫ লক্ষ ০০
মাটিরাংগা উপজেলা ১৩৬.৮০ টন ৬.৩৫ লক্ষ ২ লক্ষ
মাটিরাংগা পৌরসভা ৩০ টন ৫০ হাজার ০০
রামগড় উপজেলা ১১৫ টন ৫.৭৫ লক্ষ ১ লক্ষ
রামগড় পৌরসভা ১০ টন ০০ ০০
গুইমারা উপজেলা ৭০ টন ৫ লক্ষ ১ লক্ষ
মানিকছড়ি উপজেলা ৮৫ টন ৪ লক্ষ ১ লক্ষ
লক্ষীছড়ি উপজেলা ৭০ টন ৩ লক্ষ ১ লক্ষ
মহালছড়ি উপজেলা ৮০ টন ৩.৫ লক্ষ ১ লক্ষ
পানছড়ি উপজেলা ৯৫ টন ৫ লক্ষ ১ লক্ষ
দিঘীনালা উপজেলা ১৪৫.৫ টন ৮৫ হাজার ২ লক্ষ
এসব বরাদ্ধকৃত ত্রানসমূহ যাতে প্রকৃত গরীব অসহায় মানুষজন পায় সেদিকে সাংবাদিকসহ সচেতন সমাজকে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা।
আপনার মতামত লিখুন