জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সীতাকুণ্ডে দিনমজুর ও এতিমদের খাদ্য সামগ্রী বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি::‘ঘরে থাকুন সুস্থ থাকুন, নিজে বাঁচুন দেশ বাঁচান-এই শ্লোগান নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের লক্ষ্যে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে দিনমজুর ও এতিম শিশুদের মাঝে সপ্তাহব্যাপি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়া হাসপাতালে আগত রোগীদের পুষ্টিকর খাওয়ার ব্যাপারে পরামর্শমুলক লিপলেট বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে ১২০জন দিনমজুর ও এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রতিটি প্যাকেটে ৫কেজি চাউল, ৩ কেজি আলু, ১লিটার তেল, ১ কেজি ডাল, ১কেজি লবণ, ১কেজি পেয়াঁজ দেওয়া হয়।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ মোঃ নুর উদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, বিশেষজ্ঞ ডা. শাহেদুল কবির, মেডিকেল অফিসার ডা. সনজিৎ, বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সীতাকুণ্ড শাখা সভাপতি সুরেশ চন্দ্র দাস, নাছির উদ্দীন শিবলু প্রমুখ।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুর উদ্দিন জানান, প্রতিববছর পুষ্টি মেলা, র্যালি, আলোচনা সভা ও পুষ্টিকর খাদ্যের শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতার মাধ্যমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিবসটি পালন করে আসছে। এবার করোনা পরিস্থিতির জন্য তা না করে ১২০টি অস্বচ্ছল পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর/দুলু
আপনার মতামত লিখুন