খুঁজুন
বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত ৬৬৫,মৃত্যু ২

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২০, ২:৩৬ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত ৬৬৫,মৃত্যু ২

২৪ ঘণ্টা ডট নিউজ:::প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিগত ২৪ ঘণ্টায় দেশ আরও ২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭৭ জন।

এছাড়া নতুন করে আরও ৬৬৫ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৯৪৫৫ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

রবিবার (৩ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫৩৬৮টি এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ৫২১৪টি।

তিনি বলেন, মোট সুস্থ ১০৬৩ জন। এরমধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া ৬২৪ জন এবং বিভাগীয় পর্যায় থেকে ছাড়া পেয়েছেন ৪৩৯ জন।

ঢাকা মেট্রোপলিটন এলাকার হাসপাতাল বাদে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৭২ জন, চট্টগ্রাম বিভাগ থেকে ৭২ জন, রাজশাহী বিভাগ থেকে ২ জন, খুলনা থেকে ৬ জন, বরিশাল থেকে ২৯ জন, সিলেট থেকে ২ জন, ময়মনসিংহ থেকে ৩১ জন এবং রংপুর থেকে ২৫ জন।

মৃত্যুবরণ করা ২ জনের মধ্যে ১ জন শিশু ও ১ জন পুরুষ।

২৪ ঘণ্টা/এম আর

Feb2