খুঁজুন
মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মিরসরাই প্রেসক্লাবে সাংবাদিক’র পিতার মৃত্যুতে ইফতার ও দোয়া মাহফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২০, ৯:১০ অপরাহ্ণ
মিরসরাই প্রেসক্লাবে সাংবাদিক’র পিতার মৃত্যুতে ইফতার ও দোয়া মাহফিল

আশরাফ উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::মিরসরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু সাঈদ ভূইঞার পিতার মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) মিরসরাই প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক শরফুদ্দিন কাশ্মিরের প্রধানঅতিথ্যে ও কার্যকরি কমিটির সভাপতি সাংবাদিক নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সম্পাদক এম মাঈনুদ্দিন। দোয়া মাহফিলে হাদিস ও কোরআন থেকে গুরুত্বপূর্ণ আলোচনা , দরুদ পাঠ ও নিহতের আত্তার মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন ওয়্যারলেস মাদরাসা, হেফজখানা ও মসজিদের পরিচালক মাওলানা শোয়াইব হুজুর।

এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু সাঈদ ভূইঞা, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, প্রচার সম্পাদক আজিজ আজহার, তথ্যপ্রযুক্তি সম্পাদক সাদমান সময় ও সদস্য সাফায়েত মেহেদী।

সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে নিহতের আত্তার মাগফেরাত কামনা এবং পরিবারের সকরের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

দেশের দীর্ঘতম রেলসেতুর উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১:৪৯ অপরাহ্ণ
দেশের দীর্ঘতম রেলসেতুর উদ্বোধন

দীর্ঘ প্রতীক্ষার পর অবেশেষে যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম ‘যমুনা রেলসেতু’ উদ্বোধন করা হলো।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে সেতুটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল চলাচল আরও সহজ হবে।

রেলওয়ের মহাপরিচালক এম আফজাল হোসেনের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপানের বৈদেশিক উন্নয়ন সংস্থা জাইকার দক্ষিণ এশিয়াবিষয়ক মহা-পরিচালক ইতো তেরুয়ুকি।

৫০টি পিলার আর ৪৯টি স্প্যানের ওপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি শত বছরের স্থায়িত্বের অঙ্গীকারে মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশর সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, যমুনা রেলসেতু দিয়ে ট্রেন পারাপারে আগের তুলনায় কম সময় লাগবে। এতে দুই পাড়েই সময় সাশ্রয় হবে। ডাবল লেনের সুবিধা পেতে হলে আমাদের আরও অপেক্ষা করতে হবে।

বাংলাদেশ রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার তানভীরুল ইসলাম বলেন, রেল সেতুতে নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার ফলে রেল সেতুতে পরবর্তীতে রং করার প্রয়োজন হবে না। ৪ দশমিক ৮ কিলোমিটার ডাবল লাইন ডুয়েলগেজ সেতুটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলকে ঢাকার সাথে রেলপথের মাধ্যমে সংযুক্ত করবে।

এ ব্যাপারে ইব্রাহিমাবাদ রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, সেতু দিয়ে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। তবে উদ্বোধনের দিন থেকে প্রথম পর্যায়ে সেতু নিয়ে ৯০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে। এতে সময় লাগবে সাড়ে ৩ মিনিট।

২০১৬ সালের ডিসেম্বরে প্রকল্পের নকশা প্রণয়নসহ সেতুর নির্মাণ ব্যয় প্রথমে ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকা ধরা হয়েছিল। পরবর্তীতে ২ বছর বাড়ানো হলে প্রকল্পের ব্যয় বেড়ে ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকা দাঁড়ায়। যার মধ্যে ২৭ দশমিক ৬০ শতাংশ দেশীয় অর্থয়ান এবং ৭২ দশমিক ৪০ শতাংশ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ দিয়েছে।

১৯৯৮ সালে যমুনা বহুমুখী সেতু চালু হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপিত হয়। ২০০৮ সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। সেতুটি দিয়ে প্রতিদিন প্রায় ৩৮টি ট্রেন পারাপার হতো। এই সমস্যার সমাধানে সরকার যমুনা নদীর ওপর আলাদা রেলসেতু নির্মাণের উদ্যোগ নেয়।

২০২০ সালের ২৯ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। ২০২১ সালের মার্চে পিলার নির্মাণের জন্য পাইলিং কাজ শুরু হয়। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতু দেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্রাকের ডুয়েল গেজের সেতু। এটি ৫০টি পিলারের ওপর ৪৯টি স্প্যানে নির্মিত হয়েছে।

গাজায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত ২০৫

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৯:৩৬ পূর্বাহ্ণ
গাজায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত ২০৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডজুড়ে ফের ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ভয়াবহ এই হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে পৌঁছেছে কমপক্ষে ২০৫ জনে। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ।

চ্যানেলটি তাদের সরাসরি সম্প্রচারিত আপডেটে জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে ইসরায়েল এবং এরপর অবরুদ্ধ এই উপত্যকা জুড়ে বিমান হামলা শুরু করেছে। বর্বর এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২০৫ জন ফিলিস্তিনির নিহত এবং অন্যান্য আরও অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় এটিই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ভোরে উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বোমা হামলায় ২০৫ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

আবুধাবিতে রাউজান প্রবাসী ঐক্য পরিষদের ইফতার মাহফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১১:৪২ অপরাহ্ণ
আবুধাবিতে রাউজান প্রবাসী ঐক্য পরিষদের ইফতার মাহফিল

আমিরাত প্রতিনিধি: আবুধাবির মোছাফ্ফাতে রাউজান প্রবাসী ঐক্য পরিষদ আবুধাবি ও মোছাফ্ফা শাখার যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ) মোছাফ্ফার সোনারগাঁ রেস্টুরেন্ট হলরুমে, মোসাফফা ঐক্য পরিষদের আহ্বায়ক আজিমউদ্দিন শাহ বাচ্চু সভাপতিত্বে আবুধাবি ঐক্য পরিষদের সদস্য সচিব সাইফ তারেক এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজন ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম এনাম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমান ঐক্য পরিষদের আহ্বায়ক তসলিম উদ্দিন চৌধুরী, আবুধাবি ঐক্য পরিষদের আহ্বায়ক আবুল হাসেম মুরাদ, আবুধাবির সিনিয়র যুগ্ন আহবায়ক সফিউল আজম, আল আইন ঐক্য পরিষদের সদস্য সচিব শাহজান, দুবাই পরিষদের সদস্য সচিব রবিউল হোসেন চৌধুরী, শারজাহ ঐক্য পরিষদের সদস্য সচিব এরশাদ চৌধুরী, মোসাফফা পরিষদের যুগ্ম আহবায়ক বখতিয়ার, ঐক্য পরিষদের অন্যতম নেতা খোরশেদ তালুকদার, আবুধাবি বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যবসায়ী আজগর হোসেন, শাহিন উদ্দিন মেম্বার, সন্দীপ ফোরামের আহ্বায়ক নিজামুদ্দিন, মোমেন প্রমুখ।

ইফতার মাহফিলে অন্যান্যদের মাঝে বিএনপি ঘরণার আব্দুল হালিম, জহির উদ্দিন বাবর, বখতিয়ার চৌধুরী, জাবেদ ইমন রানা, জামশেদ, নাজিম, আশরাফ, আজগর, রাসেদ, জমির, হাসান মুরাদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরবর্তী আবুধাবি ঐক্য পরিষদের সদস্য সচিব ও সংযুক্ত আরব-আমিরাত জাতীয়তাবাদী যুবদল নেতা সাইফ তারেকের স্বদেশ গমণ উপলক্ষে সবাই ফুলেল শুভেচ্ছা জানান।