করোনা/নতুন ‘হটস্পট’ ভারত, আক্রান্তের নতুন রেকর্ড

২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, বিশ্বে সর্বোচ্চ হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ আক্রান্তের তালিকায় বিশ্বে নতুন হটস্পট হিসেবে তালিকায় যুক্ত হচ্ছে ভারত।
প্রতিনিয়ত রেকর্ড হারে আক্রান্ত হচ্ছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৬৭ জন আক্রান্ত হয়েছে। যা দেশটিতে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৮৬৭ জনে দাঁড়িয়েছে।
একদিনে নতুন করে যুক্ত হওয়া ১৪৭ জনসহ দেশটিতে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৮শ ৬৭ জন।
ভারতের সবচেয়ে করোনার থাবা পড়েছে মহারাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ১৫শ জন। রাজ্যটিতে আক্রান্ত ছাড়িয়েছে ৪৭ হাজার।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন দিন ধরে দেশটিতে প্রতিনিয়ত আক্রান্ত হয়েছে ৬ হাজারে বেশি। দেশটিতে এনিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৮৬৭ জনে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউন শিথিল করার পর দেশটিতে চলতি সপ্তাহে রেকর্ড হারে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত সোমবার দেশটিতে করোনা শনাক্ত হয় ৫ হাজার ২৪২ জন, বুধবার ৫ হাজার ৬১১ জন, শুক্রবার ৬ হাজার ৮৮ জন এবং গতকাল শনিবার ৬ হাজার ৬৫৪ জন। এরপর রোববার( ২৪ মে) নতুন রেকর্ড সংখ্যক আক্রান্তের খবর পাওয়া গেল।
ভারত কী তাহলে করোনার নতুন হটস্পট, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স
আপনার মতামত লিখুন