বোয়ালখালীতে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের বোয়ালখালীতে দেশীয় তৈরি ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় মো.সুমন উদ্দিন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মদ উদ্ধারের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সুমনকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২৬ মে) আদালতে সোর্পদ করা হয়েছে।
মো. সুমন উদ্দিন আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নের মধ্যম কড়লডেঙ্গা ২নং ওয়ার্ডের রোকেয়ার বাপের বাড়ির মৃত জাফর আহমদের ছেলে।
থানার উপ-পরিদর্শক সুমন কান্তি দে জানান, গতকাল সোমবার রাতে কড়লডেঙ্গা তৈয়্যবিয়া মাদ্রাসার পেছনে সুবেদার টিলা গাছ বাগান থেকে সুমনকে ৫০ লিটার মদসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় অনন্ত ১০টি মামলা রয়েছে।
২৪ ঘণ্টা/এম আর/পূজন
আপনার মতামত লিখুন