রংপুরে মদপানে ৬ জনের মৃত্যু

রংপুরের পীরগঞ্জে বিষাক্ত মদপানে ছয়জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন অন্তত সাতজন।
সোমবার (২৫ মে) মদপান করে ঈদ উদযাপন করতে গিয়ে উপজেলার শানেরহাট ইউনিয়নের শানেরহাট বাজারে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- খোলাহাটি গ্রামের আব্দুর রাজ্জাক (৪৫), রায়তি সাদুল্যাপুর গ্রামের দুলা মিয়া (৫০), বড় পাহাড়পুর গ্রামের জায়দুল হক (৩৫), হরিরাম সাহাপুর গ্রামের লুলু মিয়া (৩০), বড় পাহাড়পুর গ্রামের সেলিম মিয়া (৫০) এবং মিঠাপুকুর উপজেলার বাজিতপুর গ্রামের চন্দন কুমার (৩০)।
এছাড়া ধল্লাকান্দির খালেক (৫০), আকবর (৪৫) ও মিলন মাস্টার (৫২), কাজীর পাড়ার খোড়া শাহিন (৪২) ও খোলাহাটির ডিস মতিনসহ (৩৬) সাতজন আশঙ্কাজনক অবস্থায় বাড়ি ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যুর পর তড়িঘড়ি করে তাদের দাফন করেন স্বজনরা। পরে বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মদপানে অসুস্থ ও মারা যাওয়া ব্যক্তিরা সংঘবদ্ধ দল। প্রায়ই তারা শানেরহাট বাজারে মদের আসর বসাতেন। সোমবার ঈদের দিন মদপানের পর বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়।
শানেরহাট ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু বলেন, মৃতদের একজনের জানাজায় আমি অংশ গ্রহণ করেছিলাম। তখন বিষয়টি জানতাম না। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হবে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস চন্দ্র বলেন, বিষয়টি শুনেছি। অনুসন্ধান করা হচ্ছে, তদন্ত শেষে মৃত্যুর ঘটনা উদঘাটিত হবে।
২৪ ঘণ্টা/এম আর
আপনার মতামত লিখুন