খাগড়াছড়িতে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৯ জন করোনা রোগী শনাক্ত, সর্বমোট আক্রান্ত ৩০

খাগড়াছড়িপ্রতিনিধি:খাগড়াছড়িতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট সনাক্ত রোগীর সংখ্যা ৩০ জন। তন্মধ্যে এক পুলিশ সদস্যসহ ৩ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি ২৭ জন চিকিৎসাধীন রয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে ৬ জন পুরুষ এবং ৩ জন মহিলা এবং এদের মধ্যে একজন ১২ বছরের শিশু ও রয়েছে। এ নিয়ে জেলার ৯টি উপজেলার মধ্যে মোট ৭ উপজেলায় করোনা সনাক্ত হল।
নতুন আক্রান্তদের মধ্যে দীঘিনালা ১ জন, খাগড়াছড়ি সদর ৩ জন, মহালছড়ি ৩জন, মাটিরাঙ্গায় ১ জন ও পানছড়িতে ১জন।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, খাগড়াছড়িতে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে ১ জন শিশু ও একজন স্বাস্থ্য কর্মী ও রয়েছে। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে।
এদিকে জেলার মানিকছড়ি উপজেলায় এই প্রথম‘করোনা’র উপসর্গ নিয়ে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। প্রশাসনের উদ্যোগে মৃত্যু ব্যক্তির নমুনা সংগ্রহে মেডিক্যাল টিম, দাফন-কাফনে স্বেচ্ছাসেবী দল ও পুলিশ সরেজমিনে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহে একটি টিম, ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রস্তত থাকা একটি দাফন টিম নিয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা জানান,জ্বর, গলা ব্যাথা ও অন্যান্য উপসর্গে গার্মেন্টস কর্মীর মৃত্যুর খবর পেয়ে নমুনা সংগ্রহ করতে একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। পাশাপাশি ইসলামী ফাউন্ডেশন কর্তৃক উপজেলা পর্যায়ে প্রস্তুত রাখা একটি দাফন টিম ও পুলিশ সরজমিনে রওয়ানা হয়েছে নিহতের নিজ বাড়িতে। অফিসার ইনচার্জ আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ জানিয়েছেন, করোনার উপর্সগ নিয়ে মৃত্যু হওয়ায় ওই নারীর বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া আশপাশের বসবাসরত্ব সবাইকে ১৪ দিনে কোয়ারান্টাইনে রাখা হবে।
২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ
আপনার মতামত লিখুন