জিয়াউর রহমান ছিলেন সত্যিকার জাতীয়তাবাদী রাষ্ট্রনায়ক: শাহেদ

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সফল রাষ্ট্র নায়ক ক্ষণজন্মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৩৯ তম শাহাদাত বার্ষিকীতে মহান নেতার রূহের মাগফিরাত কামনায় বীর চট্টলার অসহায় ভাসমান মানুষের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
আজ রবিবার (৩১ মে) বিকালে মিচকিন শাহ (রাঃ) মাজারে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় মুহাম্মদ শাহেদ বলেন, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীর উত্তম পঁচাত্তর পরবর্তী রাষ্ট্র ক্ষমতার শীর্ষে উঠেছিলেন দেশের প্রয়োজনে, নিজের জন্য নয়। তিনি একদলীয় বাকশাল শাসন ব্যবস্থা বাদ দিয়ে বহুদলীয় গণতন্ত্র কায়েমের লক্ষে সব রাজনৈতিক দলকে রেজিস্ট্রেশন দিয়েছিলেন। জিয়াউর রহমান ছিলেন সত্যিকার জাতীয়তাবাদী রাষ্ট্রনায়ক।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ নামে রাজনৈতিক দলকে তৎকালীন সময় অনুমোদন না দিলেও কারো বলার কিছু ছিলো না কিন্তু তিনি এমন চিন্তা কখনো মাথায়ই আনেননি। মরহুম জিয়াউর রহমানের উদারতার মাত্রা সাধারণের তুলনায় অনেক উঁচুতে ছিলো। অথচ এই আওয়ামীলীগকেই দেখা যায় জিয়াউর রহমানকে নিয়ে অকথ্য ভাষায় লাগামহীন বক্তব্য দিতে, অযৌক্তিক গাত্রদাহ সম্বল করে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, নগর যুবদলের সহ-সম্পাদক জিয়াউল হক মিন্টু প্রমুখ।
২৪ ঘণ্টা/এম আর
আপনার মতামত লিখুন