বিএমপির অতিরিক্ত কমিশনার করোনায় আক্রান্ত

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তিনি নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার প্রলয় চিসিমের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়।
রোববার (১ জুন) রাতে তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ করে শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ।
অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম মুঠোফোনে জানান, তিনি নিয়মিত দায়িত্ব পালন করে আসছিলেন। এরমধ্যে মেট্রোপলিটন পুলিশের বেশ কয়েকজন সদস্যের করোনায় আক্রান্ত হন। তবে তার মধ্যে করোনার কোন লক্ষণ ছিল না। এরপর সতর্কতামূলক গত শুক্রবার নমুনা পরীক্ষা করান। রোববার রাতে রিপোর্ট পজিটিভ এসেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, ‘অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিমের সঙ্গে ফোনে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এছাড়া পুলিশ হাসপাতালের চিকিৎসকরা তার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন। তিনি সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি প্রয়োজনীয় চিকিৎসা পান, সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’
উল্লেখ্য, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অন্তত ২০ সদস্য এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার উপসর্গে মৃত্যু হয়েছে এক কনস্টেবলের।
২৪ ঘণ্টা/এম আর
আপনার মতামত লিখুন