ভয় নয় যৌক্তিক সুরক্ষায় নিজেকে নিরাপদ রাখতে হবে

ভয় নয় যৌক্তিক সুরক্ষায় নিজেকে নিরাপদ রাখার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আজ বুধবার (৩ জুন) অপরাহ্নে নগরীর আগ্রাবাদস্থ জাম্বুরি মাঠে ৬শ চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণকালে মেয়র এই আহবান জানিয়েছেন।
এসময় মেয়রের একান্ত সচিব. সংগঠনের সভাপতি সেলিম মিয়া, তাজুল ইসলাম, কাজল ইসলাম, ওয়ালী আহমদ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, সরকারের ঐক্যান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা ও তদারিক। উপযুক্তরা ত্রাণ প্রাপ্তির আওতায় আসছে কিনা এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্তা জরুরী। এইক্ষেত্রে কোন ব্যত্যয় ঘটলে জবাবদিহিতার সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাই উদ্বুধ পরিস্থিতিতে যারা সেবা প্রদান করছেন তাদের সকল শারিরিক, পারিবারিক ও সামাজিক সুরক্ষায় চসিকের বিভিন্ন পর্যবেক্ষণ টীম দায়িত্বরত আছেন।
তিনি বলেন, বেঁচে থাকার এই লড়াই কোন দলের বা গোষ্টির নয় সার্বজনিন। তাই দলীয় রাজনীতির কোন অবকাশ নাই। দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে জনকল্যাণে নিবেদিত হয়ে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে জীবন ও প্রকৃতির সুরক্ষা চাই।
বৃহস্পতিবার চসিকের ৬টি করোনা ভাইরাস
টেস্টিং বুধ উদ্বোধন
আগামীকাল বৃহস্পতিবার উদ্বোধন হতে যাচ্ছে চসিকের প্রস্তুবিত ৬টি করোনা ভাইরাস টেস্টিং বুথের মধ্যে ২টি।
এ লক্ষ্যে আজ বুধবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে তাঁর দপ্তরে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক খান, ব্রাক বাংলাদেশের ম্যানেজার ডা. রোমানা খান, আঞ্চলিক ব্যবস্থাপক মো. হানিফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে কর্ণেল হাট করোনা ভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা বিআইটিডি, প্রেস ক্লাবের করোনা ভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজে করোনা ভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনার পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় ।
কাল বৃহস্পতিবার সকালে চট্টগাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন চট্টগ্রাম প্রেস ক্লাবে স্থাপিত করোনা ভাইরাস টেস্টিং বুথ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে বাকী বুথ সমুহ চালু করা হবে।
২৪ ঘণ্টা/এম আর
আপনার মতামত লিখুন