সিটি মেয়রকে স্মারকলিপি দিল বিএলএফ নেতৃবৃন্দ

আজ সকালে টাইগারপাসস্থ চসিক মেয়র দপ্তরে বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের বরাবরে বিভিন্ন দাবীদাওয়া সম্বলিত বিষয় নিয়ে একখানা স্মারকলিপি প্রদান করেন।
এতে তারা উল্লেখ করেন যে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল (বিবিএমএইচ) হাসপাতাল কর্তৃপক্ষ গত ৫ এপ্রিল তারিখে হাসপাতালের ২০ জন কর্মচারীকে চাকুরীচ্যুত করেন। পরবর্তীতে ইউএসটিসি কর্মচারী ইউনিয়ন (রেজি.নং-২৪১৫) নেতৃবৃন্দ তাদের চাকুরীচ্যুতদের পূ:নবহাল করার লক্ষ্যে দেন দরবার করাতে কর্তৃপক্ষ ইউনিয়য়নের সভাপতি,সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরো চারজনকে চাকুরীচ্যুতির নোটিশ প্রদান করেন- যা অমানবিক এবং বাংলাদেশ শ্রমিক আইনের পরিপন্থী।
তাই এই বিষয়ে তারা মেয়রের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন ও চাকুরী ফিরে পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিটি মেয়রকে অবহিত করেন।
মেয়র তাদের সমস্যার কথা শুনে শ্রবন পূর্বক এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ করে সমাধানের আশ্বাস প্রদান করেন।
এসময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, বিবিএমএইচ এর সভাপতি আনোয়ার হোসেন, ইউএসটিসি কর্মচারী ইউনিয়ন এর সভাপতি মানিক মিয়া, সোলেমান, মো. নাছির উদ্দীন সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/এম আর
আপনার মতামত লিখুন