শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন আরো এক চিকিৎসক/ চট্টগ্রামে এনিয়ে ৪ চিকিৎসকের মৃত্যু

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনাকালে শ্বাসকষ্ট ও করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরো এক চিকিৎসকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১২জুন) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
মারা যাওয়া চিকিৎসকের নাম ডা, আরিফ হাসান। তিনি ঢাকা মেডিকেল কলেজের ৪৯ ব্যাচের ছাত্র, থাকতেন চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা আবেদিন কলোনীতে আর চেম্বার খুলে রোগী দেখতেন নগরীর পাহাড়তলীত। একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি কর্মরত ছিলেন বলে জানা গেছে।
তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বচিপের সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান।
তিনি জানান, করোনাকালেও তিনি পাহাড়তলীতে নিয়মিত চেম্বারে যেতেন এবং রোগীর সেবায় নিয়োজিত ছিলেন। গত এক সপ্তাহ ধরে ডা. আরিফ জ্বরে ভুগছিলেন। ১২ জুন শুক্রবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমে তাকে পাঁচলাইশ এলাকার ট্রিটমেন্ট হাসপাতালে নেয়া হয়।
অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।
ইন্টানী চিকিৎসক হোসাইন আহমেদ জানান, মৃত্যুর আগে ডা. আরিফের শরীরে করোনার সবগুলো উপসর্গ দেখা দিয়েছিল। রাতে যখন অক্সিজেন লেভেল ৬০ এ নেমে আসছিল তখন তাকে প্রথমে ট্রিটমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা আরো খারাপ হলে চমেকে নিয়ে ভর্তির পর আইসিইউ সাপোর্ট দেয়ার আগেই তিনি মারা যায়।
ডা. আরিফ কোভিড-১৯ পজেটিভ ছিলেন কিনা তা সঠিকভাবে বলতে না পারলেও এ ইন্টানী চিকিৎসক জানিয়েছেন আরিফ ভাই চট্টগ্রামের লাভলেইন আবেদীন কলোনিতে পরিবার নিয়ে থাকতেন। তার পরিবারের আরও কয়েকজন করোনায় আক্রান্ত বলে তিনি শুনেছেন।
প্রসঙ্গত, চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক এ এম জাফর হোসাইন রুমির মৃত্যু হয়েছে ২৫ মে ঈদুল ফিতরের দিন। এটি ছিল চট্টগ্রামে চিকিৎসকদের মধ্যে সর্বপ্রথম মৃত্যু।
এরপর গত ১ জুন করোনা আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ডা. এহসানুল করিম এবং গত ৪ জুন করোনা আক্রান্ত হয়ে চমেক হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ডা. মুহিদ হাসান।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স
আপনার মতামত লিখুন