পাপুলসহ পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের চিঠি

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। তাদের বিরুদ্ধে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।
বুধবার (১৭ জুন) দুদক থেকে দেশত্যাগের নিষেধাজ্ঞার অনুরোধ জানিয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি বলেন, ‘সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম এবং সেলিনার বোন জেসমিন যেনও দেশত্যাগ করে কোথাও যেতে না পারেন সেই ব্যাপারে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়েছে।’
দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন স্বাক্ষরিত চিঠিতে ইমিগ্রেশন পুলিশকে এই অনুরোধ জানানো হয়। আরও অনুসন্ধানের স্বার্থেই এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক পাপুল ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় বলে জানিয়েছে দুদক।
তবে সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল বর্তমানে দেশে নেই। মানব ও অর্থপাচারের অভিযোগে গত ৭ জুন তাকে কুয়েতে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।
২৪ ঘণ্টা/এম আর
আপনার মতামত লিখুন