পাপুলের কারণে কুয়েতের সংসদে বাঙ্গালীদের গালি(ভিডিওসহ)

বাঙালী হারামী! ফ্যাসাদ সৃষ্টিকারী!
তারা নিজ দেশেও ফ্যাসাদ সৃষ্টি করে এবং আমাদের দেশেটাকেও নষ্ট করছে!
কুয়েতের সংসদে একজন সাংসদ এমন কটাক্ষ ভাষায় আমাদের সন্মান জানালেন!
এক পাপলু কারণে ১৭কোটি মানুষ মন্দ ভাষা আর তিরস্কারের ভাগীদার হল!
উন্নয়নের জোয়ারে দেশ যখন কানাডা, সিঙ্গাপুর জাপানকে পিছে ঠেলে আসমানে উড়ছিল
ঠিক তখনই আমার দেশের একজন মাননীয় সংসদ সদস্য মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার হবার পর কুয়েত সংসদে এ নিয়ে তুমুল ঝড় উঠেছে যার প্রভাব কুয়েত প্রবাসী বাংলাদেশীদের উপর পড়বে নিঃসন্দেহে।
দেশ জনগনের নামেই শুধু কিন্তু দেশের সফলতা, উন্নয়ন, সুনাম অর্জন যাদের হাতে তারাই অধিকাংশ নষ্ট এটাই জাতির দূর্ভাগ্য।
মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে কুয়েতে আটক বাংলাদেশের সাংসদ শহিদ ইসলাম পাপুলকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কাজ পাইয়ে দিতেন। কুয়েতের ওই কর্মকর্তা দেশটির একজন সাংসদের হয়ে ঘুষ নেয়ার বিষয়ে মধ্যস্থতা করতেন। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে বাংলাদেশি সাংসদ কুয়েতের তদন্ত কর্মকর্তাদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
কুয়েতের ইংরেজি দৈনিক আরব টাইমসের খবরে বলা হয়, মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে এসব কাজে সাহায্য করেছেন দেশটির আরও কয়েকজন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তা। যাদের মধ্যে কিছু কর্মকর্তা ইতিমধ্যে চাকরির মেয়াদ শেষ করে অবসরে গেছেন। তারা বাংলাদেশের নাগরিকের সন্দেহজনক কর্মকাণ্ড পরিচালনায় ঘুষ নিতেন বলে কুয়েতি তদন্ত কর্মকর্তাদের কাছে স্বীকার করেছেন সাংসদ পাপুল।
২৪ ঘণ্টা/এম আর/আলীউর
আপনার মতামত লিখুন