করোনা আক্রান্ত শাশুড়িকে আশ্রয় দেয়াকে কেন্দ্র করে মারধর, প্রতিবন্ধীসহ আহত ৩

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরে করোনা ভাইরাস আক্রান্ত শাশুড়িকে জামাই বাড়িতে আশ্রয় দেয়ার প্রতিবাদ করায় মারধরের শিকার হন শারীরিক প্রতিবন্ধী ও কলেজছাত্রীসহ ৩ জন।
ঘটনার বিবরণে জানা গেছে লক্ষীপুর পৌরসভার ৯নং ওয়ার্ড সমসেরাবাদ গ্রামের জালাল সরদার বাড়ির ফয়েজ আহমদের ছেলে মহিম (২৮) ও তার স্ত্রী স্মৃতি আক্তার (২৪) একসাথে করোনা পজিটিভ। অপরদিকে মহিমের শাশুড়িও করোনা ভাইরাস আক্রান্ত হওয়ায় তাকেও এনে মহিমের ঘরে আশ্রয় দেয়।
ঘটনাটি স্থানীয় পৌর কাউন্সিলর মোহাম্মদ আলীকে জানালে তিনি মহিমের কাছে টেলিফোনে জানতে চান এবিষয়ে। আর এতেই ক্ষিপ্ত হয়ে মহিম ও তার স্ত্রী একই বাড়ির জালাল উদ্দিনের স্ত্রী রাহেলা বেগম (৪৫) কলেজ পড়ুয়া মেয়ে শিউলি আক্তার (২১) শারীরিক প্রতিবন্ধী জামাল উদ্দিন (৬৫)কে বেধড়ক পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কমিশনার মোহাম্মদ আলী বলেন-‘ আমাকে বিষয়টি জানালে আমি মহিমকে ফোন দেই খবরটা জানার জন্য। কিন্তু সে যে কাজ করেছে তা নিতান্তই অপরাধ করেছে। জামালের ঘরের সামনে গিয়ে মারধর করাটা ঠিক হয়নি।
মহিমের বক্তব্য জানার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে ভুক্তভোগীরা জানান।
২৪ ঘণ্টা/এম আর/আকাশ
আপনার মতামত লিখুন