চট্টগ্রামে ১০ হাজার ছাড়াল করোনা আক্রান্ত,নতুন শনাক্ত ২৯২ এবং ৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ২৯২ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ২৩২ জন এবং উপজেলাগুলোতে ৬০ জন। এ নিয়ে চট্টগ্রামে ১০ হাজার ১৮০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর নগরে ১ জন এবং উপজেলায় ৫ জন।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৩৫ টি নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১ জন এবং উপজেলায় ৫ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৪৭৩ টি নমুনা পরীক্ষা করে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৭২ জন এবং উপজেলায় ১২ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ২২৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৪২ জন এবং উপজেলায় ৪ জন।
ইমপেরিয়াল হাসপাতালে ১৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬৭ জন এবং উপজেলায় ৬ জন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২১৩ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৪ জন এবং উপজেলায় ২৬ জন।
শেভরণ ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩৬ জন এবং উপজেলায় ৫ জন।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ৪ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের পাঁচ ল্যাব এবং কক্সবাজারে ১৩১৮ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ২৯২ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১০১৮০ জন। এর মধ্যে নগরে ৭০৫৭ জন এবং উপজেলায় ৩১২৩ জন।
উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : সাতকানিয়া ৩, বাঁশখালী ৪, আনোয়ারা ১, চন্দনাইশ ৬, বোয়ালখালী ২, রাঙ্গুনিয়া ২, রাউজান ১৬, ফটিকছড়ি ৪, হাটহাজারী ১৭, মিরসরাইয় ১ এবং সীতাকুণ্ড ৪ জন।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৯৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৩৮ এবং উপজেলায় ৫৭ জন। এছাড়া নতুন ২১ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২১৬ জন।
২৪ ঘণ্টা/এম আর
আপনার মতামত লিখুন