চট্টগ্রামে ৭৮১ নমুনা পরীক্ষা করে ১৬২ জনের করোনা শনাক্ত,মৃত্যু ৩

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ১৬২ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১১৭ জন এবং উপজেলাগুলোতে ৪৫ জন। এ নিয়ে চট্টগ্রামে ১১ হাজার ১৯৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরে ২ জন এবং উপজেলায় ১ জন।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৮১ টি নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১২ জন এবং উপজেলায় ১৬ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৩২ টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৩ জন এবং উপজেলায় ২ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১২ জন এবং উপজেলায় ৪ জন।
ইমপেরিয়াল হাসপাতালে ১৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৮ জন এবং উপজেলায় ৩ জন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৬২ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৬ জন এবং উপজেলায় ১৭ জন।
শেভরণ ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৬ জন এবং উপজেলায় ৩ জন।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের ১ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
শুক্রবার (১০ জুলাই) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৭৮১ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১৬২ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১১১৯৩ জন। এর মধ্যে নগরে ৭৭৯৫ জন এবং উপজেলায় ৩৩৯৮ জন।
উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : বাঁশখালী ৪, আনোয়ারা ১, চন্দনাইশ ১, পটিয়া ১, রাঙ্গুনিয়া ২, রাউজান ৭, ফটিকছড়ি ৪, হাটহাজারী ১৪, সন্দ্বীপ ২, মিরসরাই ৬ এবং সীতাকুণ্ড ৩ জন।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২১৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৫২ এবং উপজেলায় ৬১ জন। এছাড়া নতুন ১৬ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৪০ জন।
২৪ ঘণ্টা/এম আর
আপনার মতামত লিখুন