লোহাগাড়ায় প্রাইভেট কারে মিললো ২১ লাখ টাকার ইয়াবা, নারীসহ আটক ৫

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় নারীসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ২১ লাখ টাকা মূল্যের সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আজ বুধবার (২২ জুলাই) দুপুরে তাদেরকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
অভিযানে আটকরা হল- মানিকগঞ্জের বাংলাবাজারের মহেশপুর এলাকার মনামিয়ার ছেলে আলিম (৪৫), সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চাঁদের বাড়ি এলাকার রমজান আলীর ছেলে আনিস (২০), ঝালকাঠির রাজারপুর কাটপুট্টি এলাকার মৃত আবদুর রহমানের স্ত্রী আছমা আকতার পাপিয়া (৩৫), লোহাগাড়ার বড়হাতিয়া সিকদার পাড়ার মৃত মনির আহমদের ছেলে নুরুল ইসলাম (৫০) এবং ঝালকাঠি রাজারপুর রুপাতলী এলাকার হাসমত আলীর ছেলে সাকিব (২৪)।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ, পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে সাত হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করা হয়।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, মাদক বিক্রেতাদের কোনো প্রকার ছাড় দেওয়া হচ্ছে না। করোনায় প্রতিদিন আমাদের থানা পুলিশের টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবার বড় বড় চালান জব্দ করছে। একইসঙ্গে অনেক মাদক বিক্রেতাকে আটক করতেও সক্ষম হয়েছি। গতকাল (মঙ্গলবার) রাতে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মুল্য ২১ লাখ টাকা হতে পারে।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
২৪ ঘণ্টা/এম আর/আজাদ
আপনার মতামত লিখুন