ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা : বৃষ্টিতে খানা-খন্দে ভরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

এ. কে. আজাদ, লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে গত তিনদিনের টানা বৃষ্টিতে অসংখ্য খানা-খন্দের সৃষ্টি হয়েছে।
বৃহষ্পতিবার (২৩ জুলাই) বিকেলে সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশের পদুয়া ঠাকুরদিঘী থেকে চুনতি জাঙ্গালিয়া পর্যন্ত বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশন, পদুয়া তেওয়ারী হাট, আধুনগর খাঁন হাট ও চুনতি ডেপুটি হাটস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বেশী গর্তের সৃষ্টি হয়েছে।
ফলে, আসন্ন ঈদুল আজহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের রয়েছে ভোগান্তির শঙ্কা। যদিও দোহাজারী সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, সংস্কার কাজ শেষ হবে ঈদের আগেই।
এদিকে, মহাসড়কে ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। যানবাহন চললে গর্তে জমে থাকা ময়লা পানি পথচারীদের গায়ে ছিটকে পড়ছে। আর প্রতিনিয়ত এসব ময়লা পানিতে নষ্ট হচ্ছে মানুষের মূল্যবান কাপড়-চোপড়।
এ প্রসঙ্গে নিরাপদ সড়ক চাই (নিসচা) লোহাগাড়া উপজেলা কমিটির আহবায়ক মোজাহিদ হোসাইন সাগর জানান, সামনে কোরবানির ঈদ। এই মহাসড়ক দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করবে। ঈদের আগে মহাসড়কের খানাখন্দ মেরামত না করা হলে ফের যানজট ও যাত্রী বিড়ম্বনার সৃষ্টি হবে।
পথচারীরা জানান, উপজেলা সদরের বাণিজ্যিক কেন্দ্র বটতলীতে মহাসড়কটির অসংখ্য ছোট- বড় গর্তের কারণে চলাফেরায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বাসচালকেরা জানান, প্রতিবছর বৃষ্টিতে মহাসড়কে ছোট- বড় গর্ত হয়। এ অবস্থায় একদিকে যানবাহন ক্ষতির সম্মুখীন হচ্ছে অন্যদিকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অন্যদিকে, টানা বৃষ্টিতে মহাসড়কের কার্পেটিং উঠে গেছে। দুর্ঘটনার আশংকা থাকার পরও হাজার হাজার যাত্রীকে বাধ্য হয়েই চলাচল করতে হচ্ছে মহাসড়ক দিয়ে।
জানতে চাইলে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, ঈদে ঘরমুখো মানুষ যাতে এবার সড়ক পথে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন সেজন্য মহাসড়কে আমাদের তিনটি গাড়ি অলরেডি মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে।ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে মহাসড়কের সংস্কার কাজ দ্রুতই শেষ করা হবে।
২৪ ঘণ্টা/এম আর
আপনার মতামত লিখুন