দুর্নীতি-লুটপাটে বেসামাল সরকার দেশে-বিদেশে বির্তকিত হয়ে পড়েছে: চট্টগ্রাম মহানগর যুবদল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, দুর্নীতি ও লুটপাটে শাসকগোষ্ঠী দেশ-বিদেশে বির্তকিত হয়ে অস্থির হয়ে পড়েছে। বৈশ্বিক মহামারী করোনাও আওয়ামী লীগের চরিত্র বদলাতে পারে নাই।
তিনি আজ ২৫ জুলাই (শনিবার) বিকাল ৩ টায় ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড যুবদলের উদ্যোগে কাট্টলীতে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন।
তিনি এ সময় আরো বলেন, সরকারী কাঠামো আর আওয়ামীলীগ দলের কাঠামো আজ একাকার। দেশ আজ একদলীয় শাসনে অতিষ্ঠ। দেশের মানুষ ভালো নেই শুধু ভালো আছে আওয়ামী লীগের নেতা-কর্মী’রা।
বিশেষ বক্তার বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, করোনা মহামারীতে আওয়ামী দুঃশাসন-দূর্নীতিতে আজ বিশ্ব মিডিয়ায় হেড লাইনে পরিণত হয়েছে প্রিয় স্বদেশ। চারিদিকে লুট-পাটের হরিলুট। স্বাস্থ্য মন্ত্রণালয় কে চালায় আজ কেউ বলতে পারে না। সরকারী কেনা-কাটার নামে জনগণের কষ্টের টাকা চলে যাচ্ছে লীগের নেতা-কর্মিদের হাত ঘুরে বিদেশে। শুধু উন্নয়ন আর উন্নয়নের জয়গান শুনিয়ে যাচ্ছে ক্ষমতাসীন দল।
তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় সীমহীন দূর্নীতিতে আওয়ামীলীগ আজ ডুবন্ত তরী। তিনি এসময়, দেশের বিত্তবান মানুষদের অসহায় জনগণের পাশে দাঁড়ানোর উদাত্ত আহবান জানান।
চট্টগ্রাম মহানগর যুবদলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য কমিটি বিহীন ১০ টি থানা ও ২৮ টি ওয়ার্ডে কমিটি করার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে যুবদলের সাংগঠনিক ফরম সংগ্রহ করে পুরণ করে আগামী ২৯ জুলাই এর মধ্যে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ড যুবদলের নেতা-কর্মীদের অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সহ-সভাপতি নুর আহমদ গুড্ডু, সাহেদ আকবর, ফজলুল হক সুমন, ১০নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দিন চৌধুরী রিপন, সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, জিল্লুর রহমান জুয়েল, গাজী ফারুক, আতিকুর রহমান, গিয়াসউদ্দিন টুনু, ১০নং ওয়ার্ড যুবদল আহবায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী, ৯নং ওয়ার্ড আহবায়ক মো: ইউনুছ, যুগ্ম আহবায়ক এ.টি.এম. সায়েম আজমি, ১০নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আবু তৌহিদ, মো: দেলোয়ার, মো: মোরশেদ, শহিদুল আলম টিটু, মো: জুয়েল, রনি আচার্য্য, মো: নেজাম, শাহ আল মুনীর, মো: লাকি, ছাত্রদল নেতা আব্বাস, হিমু, রিফতি, রুবেল, কার্তিক, আকতার, চয়ন, মুন্না, ফাহাদ, প্রদীপ প্রমূখ।
২৪ ঘণ্টা/এম আর
আপনার মতামত লিখুন