খুঁজুন
সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে আরও ৮৮ জনের করোনা শনাক্ত,করোনামুক্ত ১২১১৫

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০, ৮:৩১ পূর্বাহ্ণ
চট্টগ্রামে আরও ৮৮ জনের করোনা শনাক্ত,করোনামুক্ত ১২১১৫

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ৮৮ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৬৮ জন এবং উপজেলাগুলোতে ২০ জন। এ নিয়ে চট্টগ্রামে ১৬ হাজার ৬১২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে কারো মৃত্যু হয় নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ৮৪ টি নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১০ জন এবং উপজেলায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২২৭ টি নমুনা পরীক্ষা করে ০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ০৮ জন এবং উপজেলায় ০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২০৫ টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৪ জন এবং উপজেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল চট্টগ্রামের ১২৩ টি নমুনা পরীক্ষা করে ০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ০২ জন এবং উপজেলায় ০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের ১ টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

ইমপেরিয়াল হাসপাতালে গতকাল চট্টগ্রামের ৫৮ টি নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১০ জন এবং উপজেলায় ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরণ ল্যাবে গতকাল ৩৪ টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৪ জন এবং উপজেলায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৭৩২ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৮ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৬৬১২ জন। এর মধ্যে নগরে ১১৭৯০ জন এবং উপজেলায় ৪৮২২ জন।

উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : পটিয়া ১, বোয়ালখালী ১, রাউজান ৪, ফটিকছড়ি ৩, হাটহাজারী ৭, মীরসরাই ২ এবং সন্দ্বীপ ২ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২৬৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৮৪ এবং উপজেলায় ৮১ জন। এছাড়া নতুন ৯৩ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২১১৫ জন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2