“আমরাই কিংবদন্তী” স্বেচ্ছাসেবী সংগঠন কতৃক নারায়ণগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী সম্পন্ন

“আমরাই কিংবদন্তী” গ্রুপ এর নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবীদের আয়োজনে শুক্রবার (১১ সেপ্টেম্বর) “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই স্লোগানে নারায়ণগঞ্জের চাষাড়াস্থ খানপুরের বরফকল মাঠে রক্তদান কর্মসূচী সম্পন্ন।
এখানে উল্লেখ্য যে “আমরাই কিংবদন্তী (এস এস সি ২০০০ এবং এইচ এস সি ২০০২)” একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এস এস সি ২০০০ এবং এইচ এস সি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে আনার চেষ্টা চলছে।
চলমান কোভিড-১৯ এর প্রভাবে রক্তদাতাদের সংখ্যা কমে গিয়েছে; কিন্তু অসুস্থদের রক্তের চাহিদা কোন অংশেই কমেনি। এমতাবস্থায় থ্যালাসেমিয়া আক্রান্তদের দুর্ভোগের পরিমাণও অনেক বেশি।
তাই Bangladesh Thalassaemia Samity Hospital এর সহায়তায় আমরাই কিংবদন্তী’র স্বেচ্ছাসেবী দল আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) নারায়জগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্যোগ নেন। এই আয়োজনে প্রায় শতাধিক ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য এবং প্রায় দুই শতাধিক ব্লাড গ্রুপিং করা হয় সাধারণ মানুষের।
এখানে উল্লেখ্য, “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই মূলনীতিতে এগিয়ে চলা গ্রুপটি জন্মলগ্ন থেকে বিভিন্ন জনসেচনতা ও সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে।
উল্লেখ্য যে, ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে প্রায় ৩২ হাজার সদস্যের পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে।
এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখে আসছে; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।
একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশ এবং সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিয়ে যাচ্ছেন।
ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।
২৪ ঘণ্টা/এম আর
আপনার মতামত লিখুন