খাগড়াছড়িসহ সারাদেশে নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির বলপাইয়ে আদামে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণসহ সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়ির সর্বস্তরের মানুষ মাঠে নেমে এসেছেন।
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক আয়োজিত মানবন্ধনে যোগ দেয় জেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা। তারা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন খাগড়াছড়িতে বুদ্ধি প্রতিবন্ধী নারীর ওপর দলবদ্ধ ধর্ষন এবং ডাকাতির ঘটনায় সকল আসামীকে অবিলম্বে গ্রেফতার এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবী জানান। তারা পার্বত্য চট্টগ্রামেও বিচারহীনতার কারণে নারীর প্রতি সহিংসতা বাড়ছে বলে দাবী করেন। সারাদেশব্যাপী নারী ধর্ষন নির্যাতন বন্ধে সরকারকে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহনের আহবান জানান। সরকার ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এর ভয়াবহতা আরো বৃদ্ধি পাবে বলেন আশংকা প্রকাশ করেন। তাই দ্রুত আইন সংশোধন করে ধর্ষকদের সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড দেওয়ার দাবী জানান বক্তারা।
বক্তারা আরো বলেন সম্প্রতি সময়ে খাগড়াছড়ির বলপিয়া আদাম, এমসি কলেজ ও নোয়াখালীর নারী ধর্ষনের ঘটনা তাদের ভাবিয়ে তুলেছে। বিশেষ করে নোয়াখালীর ঘটনা,এতবড় একটা ঘটনা ঘটার এতদিন পর ও পুলিশ জানতে পারলোনা। তাই এই ঘটনা নিয়ে তারা উদিগ্ন।
মানববন্ধন থেকে বক্তারা দাবী করেন সারাদেশে সকল নারী ধর্ষন ও নির্যাতনকারীদের বিরুদ্ধে সরকার যেন দ্রুত সময়ে মধ্যে কঠোর পদক্ষেপ নেন এবং ধর্ষনকারীদের যেন সর্ব্বোচ্চ শাস্তি দেওয়া হয়। যাতে আর কোন মা,বোনকে যেন আর ধর্ষনের মতো নিকৃষ্ট কাজের শিকার হতে না হয়।
কর্মসূচি চলাকালে উইমেন্স রিসোর্স নেটওর্য়াক কেন্দ্রীয় সমন্বয়ক শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে আরো বক্তব্য দেন, সুশাসনের জন্য নাগরিক সুজন এর জেলা সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন আহমেদ, বিশিষ্ট উন্নয়ন সংগঠক মথুরা বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মঞ্চ এর সেক্রেটারি সাংবাদিক আবু দাউদ, দূর্বার নেটওয়ার্ক এর সদস্য নমিতা চাকমা, আলো‘র নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা, উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক এর জেলা সমন্বয়কারি সাংবাদিক চিংমেপ্রু মারমা, বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা সেক্রেটারি সুইচিংথুই মারমা, ওসিসি‘র প্রোগ্রাম অফিসার রুবেল বিশ্বাস, বিএমএসসি‘র কেন্দ্রীয় সহ-সভাপতি মংসাই মারমা, টিএসএফ এর সেক্রেটারি নক্ষত্র ত্রিপুরা ও নির্যাতিতা নারী সুমাইয়া আক্তার প্রমূখ।
এদিকে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) এর উদ্যোগে প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হয়।
২৪ ঘণ্টা/রিহাম/প্রদীপ
আপনার মতামত লিখুন