খাগড়াছড়ি সদরে মেয়র পদে বিএনপির ফরম নিলেন খলিল

নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ি সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল।
সোমবার (১২অক্টোবর) বিকাল ৩ টায় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে দলের অস্থায়ী কার্যালয় কলাবাগানস্থ মিল্লাত চত্বর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহ করে খলিল বলেন, আমাদের নেতা পার্বত্য চট্টগ্রামের মাটি ও মানুষের বন্ধু ওয়াদুদ ভুঁইয়া ও দল যদি মনে করে আমি জনগণের সেবা করতে পারব, তাহলে আমিই মনোনয়ন পাব।’
তিনি বলেন, দল মনোনয়ন দিলে সরকারের সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকব।
তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহবান দেশ বাচাঁও মানুষ বাঁচাও এ স্লোগানকে বাস্তবায়ন করব। সর্বস্তরের সাধারণ জনগণকে সাথে নিয়ে আমি এ নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি।
মেয়র পদে মনোনয়ন পাওয়ার পর জিততে পারলে খাগড়াছড়ি পৌরসভাকে স্বাস্থ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তোলার আশাবাদ করেন খলিল। তিনি বলেন, খাগড়াছড়িতে আমার জন্ম, বেড়ে ওঠা। এই শহরের সমস্যাগুলো কী, তা আমি সহজেই চিহ্নিত করতে পারব, সমাধানও দিতে পারব।’
তিনি আশা প্রকাশ করে বলেন, এবার সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আমরা পাব। যদি সেই সুযোগ পাই- আশা করি, জয়লাভ করবো এবং জনগণের কল্যাণে কাজ করতে পারব। এছাড়া এই নির্বাচনে দল থেকে যাকেই মনোনয়ন দেয়া হবে আমরা সবাই মিলে তার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবো।
২৪ ঘণ্টা/মোরশেদ
আপনার মতামত লিখুন