কর্ণফুলীতে আলোর প্রতীক’র উদ্যোগে ১৫০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা

ডেস্ক নিউজ : কর্ণফুলী উপজেলায় আলোর প্রতীক-এর উদ্যোগে আর্ত মানতার সেবায় ফ্রি চিকিৎসা সেবা ডায়াবেটিকস পরীক্ষা ও ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম ২০২০ কিউর পয়েন্ট ডায়াগনষ্টিক এন্ড রিসার্চ সেন্টার সহযোগিতায় শনিবার (২৪ অক্টোবর) দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার আখতারুজ্জাম্মান চত্বর (মইজ্জ্যারটেকস্থ) সংগঠনের অস্থায়ী কার্যালয়ের অনুষ্ঠিত হয়।
আলোর প্রতীকের আহ্বায়ক মোঃ সেলিম উদ্দীন সানীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাসুক আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত ফ্রি চিকিৎসা কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ইউপি সদস্য সাইফুদ্দিন মানিক।
এছাড়াও নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক লায়ন ছাবের আহমেদ, আলোর প্রতীকের সদস্য সচিব আবদুল্লাহ আলম মামুন, বেস্ট লাইফ ইন্সুরেন্স লিঃ ভাইস প্রেসিডেন্ট ইনচার্জ মোঃ হারুনুর রশিদ, কর্ণফুলী ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ জসিম উদ্দীন, ডাঃ রুবেল বিশ্বাস, আলোর প্রতীক ফ্রি চিকিৎসা কার্যক্রম পরিচালনা কমিটি আহ্বায়ক মোঃ মাহফুজ, সদস্য তৌহিদুল ইসলাম জনি, আবদুল আউয়াল রানা, সাইদুর রহমান, সোহেল মাহমুদ, ফয়যানের মোস্তফা সংগঠনের নুরুল আলম জীবন, মিজান আত্তারী, জিলানী পরিবারের নুরুল মোস্তফা উপস্থিত ছিলেন।
অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আরমান, ইঞ্জিনিয়ার মোঃ আলী, সাইফুল ইসলাম, মুসলিম উদ্দীন, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, সাকলাইন মোস্তাক পিকলু, আইজুত হারুন আসিফ, আরাফাতুল রহমান রক্সি, এহসান উল্লাহ, হাসান রানা, মিজানুর রহমান, ফারহান উদ্দীন, সাদ্দাম হোসেন সাব্বির, আরিফুল হক, সাজ্জাদ হোসেন, জিএম, নুরুল ইসলাম, মিনহাজ উদ্দীন সাকিব, জিয়াউল হক প্রমুখ।
বক্তারা বলেন, স্বাস্থ্য সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনের এই রকম উদ্যোগ অসহায়, দুস্থ্য মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অগ্রনী ভূমিকা পালন করবে।
আলোর প্রতীক শিক্ষামূলক কার্যক্রমের পাশাপাশি ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমে এলাকার প্রায় দেড় শতাধিক রোগী সেবা গ্রহণ করেন।
২৪ ঘণ্টা/রিহাম
আপনার মতামত লিখুন