সীতাকুণ্ডে ৩০ ফুটের জন্যে ১৫শ ফুট রাস্তার কাজ বন্ধ, দূর্ভোগে হাজারো মানুষ

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিরাজপাড়া সড়কের ১ কিলোমিটার কাঁচা ভাঙা রাস্তা চলাচলের প্রায় অনুপোযোগী থাকে বছরের অধিকাংশ সময়। বিশেষ করে বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে চলাচলকারী এলাকার জনগন, ছাত্র ছাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। খানাখন্দে ভরা, হাটু পরিমান কাদা মাড়িয়ে স্কুল কলেজে যাতায়াত করতে হয় ছাত্র ছাত্রীদের।
এলাকার এ রাস্তাটি দীর্ঘদিন যাবৎ কোনো সংস্কার না করার ফলে এই এলাকার কয়েক হাজার মানুষ ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের চরম ঝুঁকির মধ্যে চলাফেরা করতে হয়। এলাকার মানুষের দুর্দশার কথা বিবেচনা করে রাস্তাটি সংস্কারে ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দা দেওয়া হলেও একটি মহলের বাঁধার কারণে কাজ করা যাচ্ছেনা বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
জানা যায়, মাত্র ৩০ ফুটের জন্য ১৫শত ফুটের রাস্তাটি সংস্কার করা যাচ্ছে না। অভিযোগ রয়েছে স্থানীয় তানজিলা আক্তার সোনিয়া নামের এক মহিলা ১৫শত রাস্তার ৩০ ফুট জায়গা নিজের দাবী করে রাস্তাটি সংস্কারে বাঁধা দিচ্ছেন।
এব্যাপারে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল হোসেন বলেন, সিরাজপাড়া এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। এই রাস্তার জন্য এলাকার বিভিন্ন মানুষ জায়গা ছেড়েছে। পরিষদ থেকেও সংস্কারের জন্য বরাদ্দ দিয়েছে, কিন্তু একটি পরিবারের বাঁধার করণে রাস্তাটি সংস্কার করা যাচ্ছে না। যার ফলে জনসাধারণের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর বলেন, এটি একটি গ্রাম্য,রাস্তা। এই রাস্তা সংস্কার করার জন্য পরিষদ থেকে বরাদ্দও দেওয়া হয়েছে। কিন্তু একটি পরিবারের বাঁধার কারণে রাস্তার সংস্কার কাজ আটকে আছে।
২৪ ঘণ্টা/রিহাম
আপনার মতামত লিখুন