সীতাকুণ্ডে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত

সীতাকুণ্ড প্রতিনিধি : বঙ্গবন্ধুর দর্শন,সমবায় উন্নয়ন’এ প্রতিপাদ্যে ৪৯ তম জাতীয় সমবায় দিবস ২০২০ উদযাপন করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ডের সমবায় অফিসার এম এ শহীদ ভূঁইয়া’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুল ইসলাম। এর আগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে ৪৯তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন আরেকজনের প্রতি বিশ্বাস রাখবো, এটিই সমবায় সমিতির মৌলিক প্রতিপাদ্য। থাইল্যান্ড, ডেনমার্ক দেশের উদাহরণ দিয়ে বলেন এসব রাষ্ট্র তাদের কৃষিকে এই সমবায় সমিতির মাধ্যমে সমৃদ্ধশালী করেছেন।
এভারব্রাইট ফাউন্ডেশন মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সেক্রেটারি তপন মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক মানস নন্দী। সীতাকুণ্ড পল্লী উন্নয়ন কর্মকর্তা মনসুর আহমদ, দূরন্ত পথিক সঞ্চয় ও সঞ্চালন সমবায় সমিতি লি.এর সভাপতি লায়ন এড. মোঃ সরওয়ার হোসাইন লাভলু, জাহাজ শ্রমিক সমবায় সমিতি কে এম শহীদুল্লাহ, অনন্যা মাল্টি পারপাস কো অপারেটিভ সোসাইটির প্রেসিডেন্ট রেহানা আক্তার, সীতাকুণ্ড প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবুল খায়ের।
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
২৪ ঘণ্টা/রিহাম/দুলু
আপনার মতামত লিখুন