আ.লীগ ক্ষমতা চিরস্থায়ী করতে তামাশার নির্বাচন ও আজগুবি মামলায় ভরসা : যুবদল

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি ও মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী এবং চট্টগ্রাম বিভাগীয় সহ সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ সহ কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দের নামে ঢাকার বিভিন্ন থানায় মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে বৃহাস্পতিবার (১৯ নভেম্বর) ৪২নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বেবি সুপার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ২নং গেইটের বিপ্লব উদ্যানের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে যুবদল নেতৃবৃন্দ বলেন, আ.লীগ ক্ষমতা চিরস্থায়ী করতে তামাশার নির্বাচন আয়োজান করছে। ভোটের আগেই ফলাফল নির্ধারিত থাকে। জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কর্মকান্ডে ভীত হয়ে কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের নামে সরকারি এজেন্ট কর্তৃক গাড়ি পোড়ানোর আজগুবি মামলা দায়ের করে। যা গণতন্ত্রের জন্য হুমকি স্বরুপ।
এসময় নেতৃবৃন্দ আরো বলেন, আ.লীগের গণতন্ত্র আজ স্বৈরশাসনকেও হার মানিয়েছে। ঢাকা ও সিরাজগঞ্জে উপনির্বাচনে ভোটের ফলাফলেই আওয়ামী গণতন্ত্রের উদাহারণ পাওয়া যায়। বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতীক ধানের শীষে এত কম ভোট কোন নির্বাচনেই পড়েনি। শাসকদল ক্ষমতা কুক্ষিগত করতে মরিয়া। যুবদলের নেতৃবৃন্দের নামে মামলা দিয়ে শেষ রক্ষা হবে না।
৪২নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ আলমের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ সম্পাদক ইব্রাহীম খান, পাচঁলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক সাহেদ খান পারভেজ, বায়েজীদ থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম,মোঃ কামাল মোঃ ইমরান, মোঃ রফিক, শাহ নুর ইসলাম, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাশার, সেলিম, মোঃ ইউসুফ, সদস্য রশিদ, বেলাল, শরিফ, আলম, ইব্রাহীম, রুবেল, সোহেল, শাকিল, মোঃ হাসান, নোমান, গিয়াস উদ্দিন, ফরিদ, মুমিন, তবারক, মেহেদি হাসান, সাজ্জাদ সহ প্রমূখ নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন