অপহরণের নাটক সাজিয়ে ইজিবাইক চুরি, মুক্তিপন চেয়ে র্যাবের হাতে ধরা ৪ চোর

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার খাদেমপাড়ার মো. নুর আলমের ছেলে মো. গিয়াস উদ্দিন (২৮)। সে দীর্ঘদিন ধরে নগরীর পতেঙ্গা থানা এলাকার মো. মাহবুব আলম নামে এক ব্যাক্তির কাছ থেকে ব্যাটারী চালিত ইজিবাইক ভাড়া নিয়ে শহরের বিভিন্ন অলিতে-গলিতে চালাতেন।
প্রতিদিনই সকালে ইজিবাইকটি ভাড়া নিয়ে সন্ধ্যা ৭টার মধ্যে মালিককে ফিরিয়ে দিতেন। কিন্তু কয়েকদিন ধরে মনে মনে মালিকের ইজিবাইকটি চুরির ফন্দি আটে গিয়াস উদ্দিন।
যেই ভাবনা সেই কাজ। গত শনিবার (২১ নভেম্বর) থেকে হাওয়া হয়ে যায় ইজিবাইক। সেই সাথে ঘটনার দিন বন্ধ থাকে গিয়াস উদ্দিনের মোবাইল ফোনটিও।
তবে পরদিন চালক গিয়াস উদ্দিনের মোবাইল থেকে ফোন আসে। কথা বলেন অজ্ঞাত ব্যাক্তিরা। ফোনে বলা হয় গিয়াস উদ্দিনকে অপহরণ করা হয়েছে। ছাড়িয়ে নিতে হলে এক লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে বসে তারা।
অপহরণ ও মুক্তিপণের বিষয়টি ইজিবাইকের মালিক মাহবুব র্যাবকে জানায়। র্যাব উন্নত প্রযুক্তি ব্যবহার করে তিনদিন আগে চুরি হওয়া ব্যাটারীচালিত ইজি বাইকটি উদ্ধার করে এবং ওই ইজিবাইকটির চালকসহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করে। আটকের পর অপহরণ নাটকটি উদঘাটন করে র্যাব সদস্যরা।
র্যাব জানায় অভিযোগের ভিত্তিতে প্রযুক্তির ব্যবহারে চোরদের আস্তানা নিশ্চিত করে নগরীর পতেঙ্গা থানাধীন নাজিরপাড়া এলাকার ডিনাইন রোডে অভিযান চালানো হয়।
গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮ টার দিকে ইজি বাইক চুরির সাথে জড়িত এ চক্রের ৪ সদস্যকে আটক করা হয় এবং চোরাই ইজিবাইকটি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, ইজি বাইক চালক মো. গিয়াস উদ্দিন (২৮), মঈনুল ইসলাম (২৬), মো. আনোয়ার হোসেন (৪৫) ও মো. বাবুল উদ্দিন (৪২)।
র্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মাহ্মুদুল হাসান মামুন বলেন, আটককৃতদের মধ্যে গিয়াস উদ্দিন (২৮) নিজেকে অপহরণের শিকার বলে তার মুক্তির জন্য স্ত্রীর কাছে টাকা চায় যা ছিল সাজানো ঘটনা এবং এর মাধ্যমে সে মুলত ইজিবাইক চুরির ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল।
তবে র্যাবের অভিযান আটক ব্যাক্তিরা সকলে স্বীকার করেছে তারা পরস্পর যোগসাজসে ইজিবাইকটি চুরি করে অপহরণের নাটক সাজিয়েছিল।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাবের এ কর্মকর্তা।
২৪ ঘণ্টা/রাজীব
আপনার মতামত লিখুন