হাটহাজারীর মাহফিলে বক্তব্য রাখবেন না মামুনুল হক

নিজস্ব প্রতিনিধি : হাটহাজারী পার্বত্য হাই স্কুল মাঠে আল আমিন সংস্থার মাহফিলে বক্তব্য রাখবেন না হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।
এসময় বাবুনগরী বলেন, হেফাজতে ইসলাম সব সময় শান্তির পক্ষে। মামুনুল হককে নিয়ে যাতে কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য এমন সীদ্ধান্ত নেয়া হয়েছে।
এসময় তিনি আরো বলেন, মামুনুল হক আসবেননা প্রশাসনের সাথে বৈঠকে সীদ্ধান্ত হওয়ার পরও বিভিন্ন স্থানে তার ছবিতে আগুন দেয়া এটা কেমন আচরন? এবং কয়েকটা জায়গায় মামুনুল হকের ছবির মুখে প্রশ্রাব করেছে, যা অত্যান্ত ঘৃনিত কাজ।
তিনি আরো বলেন, আল্লামা মামুনুল হকের মুখ দিয়ে বোকারী শরীফের হাদিস বের হয়, আর যারা এমন ঘৃনিত কাজ করেছে তাদের মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া বের হয়। ওদের উপর আল্লাহর গজব পড়ুক।
এদিকে, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের হাটহাজারী আগমনকে প্রতিরোধের ঘোষণায় কদিন ধরে টানটান উত্তেজনা বিরাজ করছে পুরো চট্টগ্রামজুড়েই।
তবে হেফাজতের একটি সূত্র নিশ্চিৎ করে বলেছেন আল্লামা মামুনুল হক হাটহাজারী মাদরাসায় সকালেই পৌঁছেছেন। তবে মাহফিল স্থলে উপস্থিত হন নি।
২৪ ঘণ্টা/এম জে
আপনার মতামত লিখুন