সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে ছাত্রলীগের নতুন কমিটি নেতৃবৃন্দের মতবিনিময়

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলার নবগঠিত ছাত্রলীগ নেতৃবৃন্দ। শনিবার সন্ধায় একটি রেস্টুরেন্টে উক্ত মতবিনিময় সভা অনুুুুুুুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ছাত্রলীগ নেতৃবৃন্দ সীতাকুণ্ডের উন্নয়ন, রাজনীতিসহ বিভিন্ন কাজে সাংবাদিকদের সহযোগীতার জন্য ধন্যবাদ জানান।
এসময় তারা বলেন, সীতাকুণ্ডে টাকার অভাবে যাতে কোন শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়। কোন শিক্ষার্থী টাকার অভাবে বই কিনতে না পারলে, ফরম ফিলাপ করতে না পারলে সেই শিক্ষার্থীর দায়িত্ব নিবে ছাত্রলীগ। এছাড়া আগামীতে সীতাকুণ্ডের শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং এর ব্যবস্থা করবে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ।
সভাপতি শিহাব উদ্দিন বলেন, সাংবাদিকরা জাতীর বিবেক, দেশের উন্নয়নে অন্যতম ভূমিকা পালন করেন তারা। বিগতদিনের মতো সত্যনিষ্ট, ন্যায়নিষ্ট, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে আপনাদের কলম জোরালো ভূমিকা পালন করবে বলে আশা করি।
সীতাকুণ্ডের কোন ছাত্রলীগ নেতা কর্মী কোন টেন্ডারবাজী, চাঁদাবাজির সাথে জড়াতে পারবে না, কেউ যদি এসব কাজে নিজেকে জড়ায় তার বিরুদ্ধে ছাত্রলীগ আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জীবন, সৈয়দপুর ইউনিয়ন সভাপতি মেজবা উদ্দিন রানা, পৌরসভা সভাপতি ইব্রাহিম বাবুল, মুরাদপুর ইউনিয়ন সভাপতি মোঃ রেহান উদ্দিন, সাধারণ সম্পাদক জাহেদ পারভেজ বাপ্পি, বাড়বকুণ্ড ইউনিয়ন সভাপতি মিনহাজ উদ্দিন, সাঃ সম্পাদক মোঃ নাহিদুজ্জামান নিশাত, বাশবাড়িয়া ইউনিয়ন সভাপতি শাহাদাত হোসেন কামরুল, সাঃ সম্পাদক ইমাম উদ্দিন চৌধুরী আদিল,কুমিরা ইউনিয়ন সভাপতি সৈয়দ মোঃ সোহরাব হোসেন টিপু, সাঃ সম্পাদক সৈয়দ মাঈনুল হাসান মিল্কি, সোনাইছড়ি ইউনিয়ন সাঃ সম্পাদক নাঈম উদ্দিন, ভাটিয়ারী ইউনিয়ন সভাপতি মোঃ শাহীন আহম্মেদ,সাঃ সম্পাদক সাইফুল ইসলাম এবং সলিমপুর ইউনিয়ন সাঃ সম্পাদক আশরাফুদৌলা রহমান।
এছাড়া সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তী, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাবেক সভাপতি সেকান্দর হোসাইনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/দুলু
আপনার মতামত লিখুন