খুঁজুন
মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কর্ণফুলীতে ম্যাজিস্ট্রেটের অভিযান: কমিউনিটি হাসপাতালকে ৩০ হাজারসহ ২১ জনকে জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০, ৯:২১ অপরাহ্ণ
কর্ণফুলীতে ম্যাজিস্ট্রেটের অভিযান: কমিউনিটি হাসপাতালকে ৩০ হাজারসহ ২১ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম-কর্ণফুলীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে শিকলবাহা ক্রসিং এলাকায় মাস্কহীন ২১ জনকে ৪ হাজার ৭৫০টাকা ও চট্টগ্রাম কমিউনিটি হাসপাতাল নামক এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (০১ ডিসেম্বর ) বিকেলে উপজেলার শিকলবাহায় অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা।

অভিযানে সংক্রামক রােগ (প্রতিরােধ, নিয়ন্ত্রণ, নির্মূল) আইন ২০১৮ এর ২৪ (২) ধারায় ২১ জন ও মেডিকেল এবং ডেন্ডাল কাউন্সিল আইন ২০১০ ও চিকিৎসা বর্জ্য বিধিমালা ২০০৮ এর ১১(২) ধারা মােতাবেক কমিউনিটি হাসপাতালকে জরিমানা করে অর্থ আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ইউএনও অফিসের সিএ দীপু চাকমা, কর্ণফুলী থানা পুলিশ ও আনসার সদস্য।

অভিযানের বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা বলেন, স্বাস্থ্যবিধি না মানায় মাস্কবিহীন ২১জন পথচারী এবং চিকিৎসা বর্জ্য বিধিমালা লঙ্ঘন করায় ১টি কমিউনিটি হাসপাতালকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি যারা মাস্ক পরেছে তাদের ফুল দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন আরে জানান, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

২৪ ঘণ্টা/মহিউদ্দিন

Feb2