বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কুমিরা আ’লীগের বিক্ষোভ সমাবেশ

সীতাকুণ্ড প্রতিনিধি : কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সীতাকুণ্ড উপজেলা কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগ।
আজ সোমবার(৭ ডিসেম্বর) বিকালে ছোট কুমিরাস্থ মছজিদ্দা এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন (সওঃ) এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ হারুন, মোঃ আলাউদ্দিন, আওয়ামীলীগ নেতা গাজী সেকান্দর, যুবলীগ সভপতি জিয়াউদ্দিন রাজু, ছাত্রনেতা সামী,নজরুল ইসলাম ঝিনুকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানে একটি দেশ, একটি মানচিত্র, যার কারণে আমরা একটি দেশ পেয়েছি, একটি পতাকা পেয়েছি তার অবমাননা বাংলার জনগন কখনো সহ্য করবে না। যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদেরকে কোন ছাড় নেই। অভিলম্বে মামুনুলহকগণকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানায়।
২৪ ঘণ্টা/দুলু
আপনার মতামত লিখুন