খুঁজুন
সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও কর্নেট সাংস্কৃতিক সংসদের বিজয় দিবস উদযাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ৯:০৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও কর্নেট সাংস্কৃতিক সংসদের বিজয় দিবস উদযাপন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বিজয় দিবস ২০২০  উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সাধারন পাঠাগার মাঠে শহীদ নাম ফলক বেধিতে মোমবাতি  প্রজ্বলন ও সামাজিক দুরত্ব মেনে সংক্ষিপ্ত আলোচনা ও আবৃতি অনুষ্ঠান করেছে কর্নেট সাংস্কৃতিক সংসদ।

সংক্ষিপ্ত  আলোচনায় সংগঠনের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌঃ বলেন গত আট বছর ধরে এই মাঠে আমরা নিয়মিত ভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস কে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষে ১৫ দিন ব্যপি বিজয় ও সাংস্কৃতিক মেলা উদযাপন করে আসছি এবার করোনা মহামারির কারনে সংক্ষিপ্ত আকারে সামাজিক দুুরত্ব মেনে এ দিবস টি পালন করছি।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে নুতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে আমাদের সকলের দায়িত্ব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি শামিম ফেরদৌস টগড় তিনি স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধুর নেতৃত্বের  উপর আলোকপাত করেন।

মোমবাতি প্রজ্বলন শেষে , আবৃতি পাঠের পরিবেশনা হয়। ঐতিহ্য বাহী সংগঠন কর্নেট সাংস্কৃতিক সংসদ ১৯৮২ সাল থেকে জেলার সাংস্কৃতিক অংগনে বিশেষ ভুমিকা রাখছে।

Feb2