প্রজন্ম চান্দগাঁও এর বিজয় দিবস পালনে – এস এম নাজের হোসেন

রাষ্ট্রীয় স্বাস্থ্যবিধি মেনে “প্রজন্ম চট্টগ্রাম-চান্দগাঁও থানা শাখার আয়োজনে “কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগের সহযোগিতায় “মহান বিজয় দিবস” পালন উপলক্ষে আলোচনা সভা, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি, করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে মাস্কসহ সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচী বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় বহদ্দারহাটস্থ এখলাছুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রধান নির্বাহী মিডিয়া কনসালটেন্ট চৌধুরী জসীমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চ্ট্টগ্রাম বিভাগের সভাপতি এস এম নাজের হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ আবু ইউনুছ, বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও গণমাধ্যম কর্মী মোঃ ওসমান জাহাঙ্গীর, সরফভাটা সমিতি-রাগুনিয়ার সভাপতি এম আনোয়ারুল ইসলাম তালুকদার, ক্যাব-চান্দগাঁও শাখার সভাপতি মোহাম্মদ জানে আলম, বহদ্দারহাট মানিক প্লাজা মার্কেটের ব্যবস্হাপনা পরিচালক মোঃ কায়সার আলম মানিক, ক্যাব-পাঁচলাইশ শাখার সাধারণ সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর।
স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমন্বয়কারী ও যুবনেতা এমফিল গবেষক মোঃ মাহবুবুর রহমান, চান্দগাঁও শাখার সদস্য সচিব মোঃ সাজ্জাদ হোসেনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী শাখার প্রতিনিধি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, চকরিয়া শাখার প্রতিনিধি মোঃ মোরশেদ মিয়া, মোঃ ওসমান গণি, মোঃ নাজেম উদ্দিন, মোঃ আরিফুল ইসলাম, মোঃ ইবনে তুহিন ও মোঃ আবিদুল ইসলাম মুহিন। কুতুবদিয়া শাখার প্রতিনিধি ছলিমু্র রহমান আল আমিন, মহেশখালী শাখার প্রতিনিধি মোঃ আবু হানিফ, কোতোয়ালী শাখার প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম মাহমুদ ও সাকিব আহমদ, ছাত্রনেতা মোঃ জাবেদ ইকবাল, সাধারণ সদস্য ইফতিহার হোসেন রাফি, মোঃ সিহাব হোসাইন ও প্রাইম স্কুল এন্ড কলেজের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
এদিকে “একযোগে লড়ি চান্দগাঁও গড়ি” স্লোগানে- প্রমোটিং চান্দগাঁও ট্যুরিজম’র আলোকে “চান্দগাঁও থানার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে তারুণ্য ভাবনা” শীর্ষক আলোচনা সভা, সেমিনার ও গোলটেবিল বৈঠক আয়োজনে, ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
এই ব্যাপারে গৃহীত কর্মসূচি সফল ও সুন্দর করার লক্ষে সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়।
আপনার মতামত লিখুন