সীতাকুণ্ড পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিল পদে লড়ছেন তিন সাংবাদিক

কামরুল ইসলাম দুলু : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে একজন ও কাউন্সিলর পদে ২ জনসহ লড়ছেন তিন সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও সমাজ সেবা করার মনোবাসনা করছেন তারা।
মেয়র পদে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন সন্মিলিত নাগরিক কমিটির ব্যানারে (মোবাইল প্রতীক) সাংবাদিক জহিরুল ইসলাম, তিনি সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি। সাংবাদিক নাছির উদ্দিন অনিক (পানির বোতল প্রতীক) কাউন্সিলর পদে নির্বাচন করছেন সীতাকুণ্ড পৌরসভার ৮নং ওয়ার্ডের ইদিলপুর থেকে। তিনি সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এর সীতাকুণ্ড প্রতিনিধি। এছাড়াও তিনি ৮নং ইদিলপুর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও সমাজ উন্নয়ন সংগঠন শৈলী‘র সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত।
অন্যদিকে পৌরসভার শিবপুর ৯নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে (পানির বোতল প্রতীক) নির্বাচন করছেন সাংবাদিক দিদার হোসেন টুটুল। তিনি সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক ইত্তেফাকের সীতাকুণ্ড প্রতিনিধি হিসেবে কর্মরত।
নাছির উদ্দিন অনিক বলেন, ৮নং ইদিলপুর ওয়ার্ডটি গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। এখানে সাধারণ জনগণের আশা- আকাঙ্খা ও দাবি পূরণে গণমানুষের বন্ধু হয়ে কাজ করে যেতে চায়। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডকে বদলে দেওয়ার কথাও জানান তিনি।
দিদার হোসেন টুটুল বলেন, আমি বিজয়ী হয়ে এলাকাবাসীর সেবা করার প্রত্যয়ে সকলের দোয়া চায়। আমার ওয়ার্ডে বিভিন্ন রকমের সমস্যা বিদ্যমান। আমি একজন সমাজ সেবক, এর পাশাপাশি কাউসিন্সল নির্বাচিত হলে মানুষের সেবা করার বেশি সুযোগ সৃষ্টি হবে।
এদিকে যাচাই বাছাইয়ে মেয়র প্রার্থী সাংবাদিক জহিরুল ইসলামের মনোনয়ন পত্র বাতিল হয়ে গেলে হাইকোর্টের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেয়ে প্রচারণায় নেমেছেন তিনি।
আপনার মতামত লিখুন