সীতাকুণ্ডে স্কুল কমিটির সদস্যের আড়ালে ইয়াবা ব্যবসা, র্যাবের হাতে আটক

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ১৩৯০ পিস ইয়াবাসহ মোঃ আলাউদ্দিন(৪০) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব-৭ এর ফেনী ইউনিট।
তিনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের জাহানাবাদ গ্রামের জাফর আহমদের ছেলে। এছাড়া তিনি ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।
র্যাব-৭ এর ফেনী ইউনিট এর একটি টিম গোপন সংবাদে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাকেদ আটক করে। আলাউদ্দিন ওয়ার্ড যুবলীগের নেতা ছাড়াও সে মাদামবিরিহাট বাজার ইজারাদার, স্থানীয় ভাঙ্গাপোল নবজাগরণ সমবায় সমিতি সভাপতি এবং মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের সদস্য। সে সমাজ সেবক হিসেবে পরিচয় দিলেও এসবের আড়ালে জড়িত ইয়াবা বানিজ্যে।
স্থানীয় এলাকাবাসী জানান, আলাউদ্দিন মাদামবিবিরহাটের একজন ব্যবসায়ী। মাদামবিবিরহাট বাজার ইজারাদার অফিসে সব সময় বসতেন। তিনি ওই অফিস থেকেই ইয়াবার কাজ-কারবার করতেন। তার পরিবারের অন্যান্য সদস্যও নানা অপরাধের সঙ্গে জড়িত।
নাম প্রকাশে অনিচ্ছুক সীতাকুণ্ডের একজন আওয়ামীলীগ নেতা বলেন, দীর্ঘ ২০১২ সাল থেকেই আলাউদ্দিন ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। থানা পুলিশ কয়েকবার গ্রেপ্তার করেছে তাকে। সীতাকুণ্ডের শিপইয়ার্ডে চাঁদাবাজি, বাজারে ব্যবসায়ীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়, কার-মাইক্রো ব্যবসার আড়ালে ইয়াবার চালান সরবরাহ- এগুলোই হলো আলাউদ্দিন মূল কাজ।
এব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে ১৩৯০ পিস ইয়াবাসহ র্যাব গ্রেপ্তার করেছে বলে শুনেছি। তবে তার বিরুদ্ধে থানায় আরও মামলা আছে কিনা আমার জানা নেই।
২৪ ঘণ্টা/দুলু
আপনার মতামত লিখুন