চট্টগ্রামে করোনা শনাক্ত আরও ১২৪ জনের,নগরে মৃত্যু ২

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ১২৪ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১০৫ জন এবং উপজেলাগুলোতে ১৯ জন। এ নিয়ে চট্টগ্রামে ৩০ হাজার ২১৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বিগত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে ২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ১৮৩৪ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১২৪ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৩০২১৪ জন। এর মধ্যে নগরে ২৩৩৫৪ জন এবং উপজেলায় ৬৮৬০ জন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ৮৬ টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) গতকাল ৭৬৯ টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গতকাল ৩৪৪ টি নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল ২৭৫ টি নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল ৪৮ নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
ইমপেরিয়াল হাসপাতালে গতকাল ৫৩ টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
শেভরণ ল্যাবে গতকাল ১৯৯ টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল গতকাল ১১৬ টি নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) গতকাল ২৪ টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩৫৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২৫৭ এবং উপজেলায় ১০২ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ২৮ হাজার ৩২০ জন।
২৪ ঘণ্টা/এম আর
আপনার মতামত লিখুন