সীতাকুণ্ডে পাঁচ মাস বয়সের ফুটফুটে শিশু তাবিহাকে বাঁচাতে দরিদ্র মা-বাবার আকুতি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : পাঁচ মাসের ফুটফুটে শিশু ফাবিহা ইসলাম। এ বয়সেই সে অবাক হয়ে চারপাশে তাকিয়ে দেখতে শিখেছে। মাঝেমধ্যে নীল হয়ে যাচ্ছে যন্ত্রণায়। তখন ওর বুকে চলছে অতিরিক্ত রক্তপ্রবাহ। জন্মের চার মাস পরই ধরা পড়ে ফাবিহার ফুসফুসে দুটি ছিদ্র এবং রক্ত নালির সমস্যা।
তাবিহা ইসলামের বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোটপাড়া গ্রামে। তার বাবা মোঃ রাসেল প্রাইভেট কার চালক।
ঢাকা শেরে বাংলা নগর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগের অধ্যাপক ডাঃ এ,বি,এম, আবদুস সালাম যত দ্রুত সম্ভব তাহিবা’র অপারেশনের পরামর্শ দিয়েছেন। চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার বেশি প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। দরিদ্র পিতার পক্ষে এই বিপুল ব্যয় বহন করা সম্ভব নয়। যত সময় যাচ্ছে, তত দ্রুত অনিশ্চিত হয়ে উঠছে শিশুটির বেঁচে থাকার আশা।
সন্তানকে বাঁচাতে তাহিবা’র মা–বাবা এখন চেয়ে আছেন সবার মুখের দিকে। সবার সামান্য সহযোগিতাই হয়তো দীর্ঘ জীবন দিতে পারে ফুটফুটে তাহিবাকে।
কোন সুহৃদ ও হৃদয়বান ব্যক্তি যদি অসহায় পরিবারের পাশে আর্থিক সহযোগীতায় এগিয়ে আসেন তাহলে বিকাশ নং ০১৮৮৯৯০২১২৮ (পারসোনাল) তাহিবা’র পিতা মোঃ রাসেল।
আপনার মতামত লিখুন