আজ রাউজানে সাবেক জাতীয় ফুটবল তারকাদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ

নেজাম উদ্দিন রানা, রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে জাতীয় দলের সাবেক তারকা ফুটবলারদের অংশ গ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হবে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেল চারটায় উপজেলাধীন পশ্চিম গুজরা ইউনিয়নের কাঝর দীঘির পাড় গ্রামে স্থানীয় জেতবন কমপ্লেক্স সংলগ্ন মাঠে প্রীতি ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবেন শুকতারা সংঘ বনাম চিটাগাং মর্নিং ফিটনেস জোন। উভয় দলে অংশ নেবেন একঝাঁক সাবেক তারকা ফুটবলার। যারা জাতীয় দলের জার্সিতে এক সময় ফুটবল মাঠ মাতিয়েছেন।
আয়োজক কমিটির ওয়াসিংটন বড়ুয়া হিরু জানান, এলাকার ক্রীড়াপ্রেমী মানুষের মাঝে ফুটবলের উদ্দীপনা জাগাতে ম্যাচটি আয়োজন করছি। এই ধরনের প্রীতি ম্যাচ এলাকায় যতবেশী আয়োজন করা যাবে স্থানীয় প্রতিভাগুলো নিজেদের বিকশিত করার সুযোগ পাবে। শুকতারা সংঘের উদ্যোগে প্রদর্শনী ম্যাচের আয়োজন সম্পন্ন হয়েছে।
তিনি আরো বলেন, আবাহনী লি: ও জাতীয় ফুটবলার দেবাশীষ বড়ুয়া দেবু, বাসু বড়ুয়া, মশিউর আলম স্বপন, বরুন দেওয়ানসহ আরো আরো অনেক তারকা ফুটবলার ম্যাচে অংশ নেবেন। আশা করছি জমজমাট এই ফুটবল প্রদর্শনী ম্যাচ উপভোগ করতে বিপুল ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিত হবে।
দুদলে যারা খেলবেন:-
চিটাগাং মর্নিং ফিটনেস জোন: আবাহনী লি: ও জাতীয় ফুটবলার দেবাশীষ বড়ুয়া দেবু(অধিনায়ক), বাসু বড়ুয়া, মশিউর আলম স্বপন, রতন, ইউনুচ, সকাল, কাজল, বিটু স্যামসং, টিপু, আশু, ফরহাদ, পারভেজ, মাহবুব, কৃষ্ণপদ দে, ইমরুল, মাহমুদ, তনয়, উজ্জ্বল।
শুকতারা সংঘ একাদশ: এক সময়ের মাঠ কাপানো খেলোয়াড় বরুন দেওয়ান, অতীশ, প্রদীপ, লিটন (অধিনায়ক) প্রকাশ, আজম, রিমন, ওয়াসিংটন, রাজীব, টনসন, রায়হান, রোজেন, মোরশেদ, আক্তার, পুলক।
আপনার মতামত লিখুন