সীতাকুণ্ড প্রেসক্লাবের জমকালো ফ্যামিলি ডে তে নেচে গেয়ে একাকার সাংবাদিক পরিবার

কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ড প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও জমকালো ফ্যামিলী ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে জমকালো এ ফ্যামেলী ডে অনুষ্ঠিত হয়।
জমকালো অনুষ্ঠানের মধ্যে ছিল পিঠা উৎসব, শিশুদের জন্য বিভিন্ন ইভেন্টে খেলাধুলা, সাংবাদিকদের স্ত্রীদের মিউজিক্যাল ফিলো গেইম, স্থানীয় শিল্পীদের পরিবেশনা নৃত্য, গান, গুনিজনদের সংবর্ধনা, র্যাফেল ড্র এবং পুুরস্কার বিতরণ।
প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সংঞ্চালনায় জমকালো আয়োজনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। বিশেষ অথিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসা, এএসপি (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুরাইয়া বাকের, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, সাদাকাত উল্লাহ মিয়াজী, নাজীম উদ্দিন, জাহেদ হোসেন নিজামী বাবু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, এটিএন বাংলার স্টাফ রির্পোটার আবুল হাসনাত,উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম, বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, বাদশা সিএনজি ফিলিং ষ্টেশানের সত্বাধিকারী মোঃ রফিকুল ইসলামসহ উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে এনজিও সংস্থা ইপসা- সীতাকুণ্ড প্রেসক্লাব যৌথভাবে ইপসা-সীতাকুণ্ড প্রেসক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২০ তিনটি ক্যাটাগরিতে ৪ জন সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়।
আপনার মতামত লিখুন