খুঁজুন
রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদাবাজদের নতুন কৌশলে অতিষ্ঠ রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ৯:৪৯ অপরাহ্ণ
চাঁদাবাজদের নতুন কৌশলে অতিষ্ঠ রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদার

অনিবন্ধিত নিউজ পোর্টালের চাঁদাবাজির কবলে নাকাল রেলওয়ে পূর্বাঞ্চলের বহু কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদার। একটি সিন্ডিকেট ও রেলের কতিপয় কর্মচারীদের যোগসাজশে অনিবন্ধিত নিউজ পোর্টালের মাধ্যমে চলছে মানহানির চেষ্টা। সিন্ডিকেটটি সরকারকে বেকায়দায় ফেলা, চাঁদা আদায় এবং সুবিধা নিতেই মানহানিকর এসব সংবাদ প্রকাশের অভিযোগ মিলেছে। সংবাদ প্রকাশ করা এসব পোর্টালের সরকারি কোন নিবন্ধন নেই বলেও নিশ্চিত হয়া গেছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) রেলওয়ে পূর্বাঞ্চলে চাঁদা না দেওয়ায় আলী হোসেন (আনোয়ারা এন্টারপ্রাইজ) রেলের প্রথম শ্রেণির ঠিকাদার, অতিরিক্ত সরঞ্জাম নিয়ন্ত্রক আনোয়ারুল ইসলাম সহ কয়েকজন কর্মচারীর নামে সংবাদ প্রকাশ হলে ক্ষোভের সৃষ্টি হয়।

কর্থিত পোর্টালটি “চট্টগ্রাম সংবাদ প্রতিদিন” নামে মনগড়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে বলে অভিযোগ রেলওয়ের ঠিকাদার আনোয়ারা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারি আলী হোসেন। প্রতিষ্ঠানটি চাঁদা না পেয়ে মিথ্যা তথ্যে সংবাদ প্রকাশ করে বলে জানান তিনি।

জানা যায়, রেলের ট্রেনের ভিআইপি কেবিনের বেড, বেডিং, ধোলাইয়ের ট্রেন্ডার আহ্বান করে রেল কতৃপক্ষ। উক্ত কাজের বিপরীত চট্টগ্রামে ১০টি ও ঢাকায় ৬টি দরপত্র বিক্রি হয়। ঠিকাদার আলী তার প্রতিষ্ঠান আনোয়ারা এন্টারপ্রাইজের নামে একটি দরপএ ক্রয় কালীন কথিত সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি তার কাছে চা-পানি খাওয়ার জন্য ২ হাজার টাকা দাবী করে। কি কারনে টাকা দিবো পাল্টা প্রশ্নে তিনি কেটে পড়েন। ২৪শে জুন উক্ত টেন্ডার আহবান করা হলেও করোনার কারনে তা স্থগিত রাখা হয়। গত ৬ সেপ্টেম্বর সেই টেন্ডার পুনরায় ড্রপ করার শেষ সময় নির্ধারন করা হয়।

ভুক্তভোগী আলী হোসেন জানান, আমি কাজ পাওয়ার সংবাদ প্রকাশে হতভম্ব। কারণ কাজটি পেয়েছেন মদিনা শালকর নামে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠান, আমি নই। শুধু তাই নয়, আমার বক্তব্য পর্যন্ত নেওয়া হয়নি উক্ত সংবাদের জন্য। এমন মানহানিকর সংবাদ প্রকাশে ঐ পোর্টালের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

রেলওয়ে পূর্বাঞ্চলে সদ্য যোগদানকৃত পরিচালক, ইনভেন্টরী কন্ট্রোল সেল, সিআরবি আনোয়ারুল ইসলামের বিরুদ্ধেও ভিওিহীন সংবাদ প্রকাশ করে এ পোর্টালটি।

তিনি জানান, উক্ত সংবাদে ১০বছর একই পদে থেকে শত কোটি টাকার মালিক বনে যাওয়া, দুর্নীতি দমন কমিশনে অভিযোগ নাকি হয়েছে।অথছ, শতকোটি টাকা বা সেই সম্পদ কোথায় কিভাবে তার কোন তথ্য নেই। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের নাম বিক্রি করা হলেও কোন অভিযোগ, তারিখ, কি কারণ তার উল্লেখ
এমন কি দুদকের কোন কর্মকর্তার বক্তব্য পর্যন্ত নেই। কোন কাজে অনিয়ম তারও কোন উল্লেখ নেই। এ রকম মন গড়া সংবাদ প্রকাশে বিব্রতবোধ করছি। ১ সেপ্টেম্বর অতিরিক্ত সরঞ্জাম নিয়ন্ত্রক পাহাড়তলী হতে বদলী হয়ে ৬ সেপ্টেম্বর পরিচালক ইনভেন্টরী কন্ট্রোল সেল, সিআরবি/পূর্ব দায়িত্বভার গ্রহণ করেন এ কর্মকর্তা।

নির্ভরযোগ্য সূএ জানায়, রেলওয়ে পূর্বাঞ্চলের কয়েক শ্রমিকনেতা ও কয়েকজন রেলের মধ্যম সাড়ির কর্মকর্তা কয়েকটি অনিবন্ধিত নিউজ পোর্টালের মাধ্যমে চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। মিথ্যা, ভিওিহীন সংবাদ প্রকাশ করে চাঁদাবাজির পাশাপাশি অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে। উদ্যেগী হয়ে আবার তারাই এসব মিমাংসার দায়িত্ব নেয়। এমনি তথ্য মিলেছে রেল কর্মকর্তাদের কাছে।

এ ব্যাপারে চট্টগ্রাম সংবাদ প্রতিদিন নামে অনিবন্ধিত পোর্টালের নীচে দেওয়া মোবাইল নাম্বারে বেশ কবার ফোন করা হলেও রিসিভ করেনি কেউ।

সরকারি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেন, চাঁদাবাজ এসব অনলাইনের কার্যক্রমে কারা জড়িত তাদের নামসহ ঢাকায় রিপোর্ট পাঠানো হয়েছে। রাষ্ট্র বিরোধী এসব অনিবন্ধিত পোর্টালের বিরুদ্ধে অচিরে ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বলেন, সত্যি বলতে কোনটা নিবন্ধিত আর কোনটা অনিবন্ধিত সেটা যাচাইয়ের সময় আমাদের থাকেনা। তবে মিথ্যা সংবাদ প্রকাশ ও অনিবন্ধিত যে সব অনলাইন পোর্টাল রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতনদের সাথে আলাপ করে অবশ্যই ব্যবস্থা নিবো।

হাইকোর্টের রুল জারিঃ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টের রুল গত ১ সেপ্টেম্বর সিলেট বিয়ানি বাজার প্রেস ক্লাবের সাঃসম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামের দায়েরকৃত রীটপিটিশনে হাইকোর্ট বিচারপতি এনায়েতুর রহিম ও মুস্তাফিজুর রহমান ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইজিপি ও প্রেসকাউন্সিল কাছে অনিবন্ধিত নিউজ পোর্টাল-আইপিটিভির বিরুদ্ধে কেন ব্যবস্থ গ্রহণ করা যাবে না, কারণ জানতে চেয়ে রুলজারি করেন। আগামী ২ সপ্তাহের মধ্যে কারন জানাতে বলেছেন।

Feb2

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মহাসচিবের সাক্ষাৎ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মহাসচিবের সাক্ষাৎ

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে এসেছেন তিনি। প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তা জানিয়েছেন।

আবুল কালাম আজাদ মজুমদার জানান, সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজার ভ্রমণ করবেন।

কক্সবাজারে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উখিয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রায় এক লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন।

জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন।

পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

প্রধান উপদেষ্টার শোক, জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৩:০৫ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টার শোক, জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ

মাগুরায় নিপীড়নের শিকার শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি।

উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

মাগুরার সেই শিশুটি না ফেরার দেশে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১:৪৭ অপরাহ্ণ
মাগুরার সেই শিশুটি না ফেরার দেশে

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি মারা গেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

পোস্টে জানানো হয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি।

উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।