খুঁজুন
মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

যুবাদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৮ অপরাহ্ণ
যুবাদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) টস জিতে ব্যাটিং করছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হয়েছে সকাল ৯টায়।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় আফগানিস্তান। এ সময় ফিরে যান ১২ রান করা বিলাল সায়েদি। নোর বিদায় নেওয়ার পর প্যাভিলিয়িনে ফিরেন ৪৩ রান নিয়ে ব্যাট করতে থাকা সুলিমান আরাবজাই। ৫২ বলে তার ইনিংসে ৪টি চার ও একটি ছয়ের মার রয়েছে। ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে এখন ১১০ রান নিয়ে ব্যাট করছে সফরকারী দল। ৩৬ রান নিয়ে বিলাল আহমেদ ও ৫ রান নিয়ে নাজিবুল্লাহ অপরাজিত রয়েছেন।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মাশফিক হাসান, মেহরব ও আইচ মোল্লা।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এর আগে তৃতীয় ম্যাচে ১২১ রানের বিশাল জয় দিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৬ রানে ও দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে জিতেছিল বাংলাদেশ। পঞ্চম ম্যাচটি ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচে বাংলাদেশের ২২২ রানের জবাবে আফগানিস্তান ১০১ রানে অলআউট হলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

বাংলাদেশের দেওয়া ২২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০১ রানেই গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। সফরকারী দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেছেন বিলাল সায়েদি। এ ছাড়া ইজাজ আহমেদ ২১, সুলিমান সাফি ১৮ ও জাহিদুল্লাহ সালিমি ১৩ রান করেছেন। বাকিদের কেউই দশের ঘরও পেরুতে পারেননি। বাংলাদেশের হয়ে ৫ উইকেট নিয়েছেন নাইমুর রহমান। রিপন মণ্ডল ৩টি ও আরিফুল ইসলাম ২টি উইকেট শিকার করেন।

নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করতে বাংলাদেশের হয়ে সবচেয়ে অগ্রণি ভূমিকা পালন করেন আইচ মোল্লা। ১৩০ বলে অনবদ্য ১০৮ রানের ইনিংস খেলেন তিনি। অন্যদিকে মফিজুল ইসলাম ৯৩ বল খেলে করেছেন ২৭ রান। যুবা অধিনায়ক মেহরাব ব্যক্তিগত ৭ রানের মাথায় সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২২২ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

আফগান বোলারদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন ফয়সাল খান। তিনি ১০ ওভার বল করে ৩৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। মূলত বাংলাদেশের বিপক্ষে প্রথম ব্রেকথ্রু এনে দেন তিনিই। এছাড়া নাভিদ জাদরান, ইজাজ আহমেদ এবং এজহারুল হক ১টি করে উইকেট লাভ করেন।

এন-কে

Feb2

আবুধাবিতে রাউজান প্রবাসী ঐক্য পরিষদের ইফতার মাহফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১১:৪২ অপরাহ্ণ
আবুধাবিতে রাউজান প্রবাসী ঐক্য পরিষদের ইফতার মাহফিল

আমিরাত প্রতিনিধি: আবুধাবির মোছাফ্ফাতে রাউজান প্রবাসী ঐক্য পরিষদ আবুধাবি ও মোছাফ্ফা শাখার যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ) মোছাফ্ফার সোনারগাঁ রেস্টুরেন্ট হলরুমে, মোসাফফা ঐক্য পরিষদের আহ্বায়ক আজিমউদ্দিন শাহ বাচ্চু সভাপতিত্বে আবুধাবি ঐক্য পরিষদের সদস্য সচিব সাইফ তারেক এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজন ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম এনাম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমান ঐক্য পরিষদের আহ্বায়ক তসলিম উদ্দিন চৌধুরী, আবুধাবি ঐক্য পরিষদের আহ্বায়ক আবুল হাসেম মুরাদ, আবুধাবির সিনিয়র যুগ্ন আহবায়ক সফিউল আজম, আল আইন ঐক্য পরিষদের সদস্য সচিব শাহজান, দুবাই পরিষদের সদস্য সচিব রবিউল হোসেন চৌধুরী, শারজাহ ঐক্য পরিষদের সদস্য সচিব এরশাদ চৌধুরী, মোসাফফা পরিষদের যুগ্ম আহবায়ক বখতিয়ার, ঐক্য পরিষদের অন্যতম নেতা খোরশেদ তালুকদার, আবুধাবি বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যবসায়ী আজগর হোসেন, শাহিন উদ্দিন মেম্বার, সন্দীপ ফোরামের আহ্বায়ক নিজামুদ্দিন, মোমেন প্রমুখ।

ইফতার মাহফিলে অন্যান্যদের মাঝে বিএনপি ঘরণার আব্দুল হালিম, জহির উদ্দিন বাবর, বখতিয়ার চৌধুরী, জাবেদ ইমন রানা, জামশেদ, নাজিম, আশরাফ, আজগর, রাসেদ, জমির, হাসান মুরাদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরবর্তী আবুধাবি ঐক্য পরিষদের সদস্য সচিব ও সংযুক্ত আরব-আমিরাত জাতীয়তাবাদী যুবদল নেতা সাইফ তারেকের স্বদেশ গমণ উপলক্ষে সবাই ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মহাসচিবের সাক্ষাৎ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মহাসচিবের সাক্ষাৎ

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে এসেছেন তিনি। প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তা জানিয়েছেন।

আবুল কালাম আজাদ মজুমদার জানান, সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজার ভ্রমণ করবেন।

কক্সবাজারে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উখিয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রায় এক লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন।

জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন।

পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

প্রধান উপদেষ্টার শোক, জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৩:০৫ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টার শোক, জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ

মাগুরায় নিপীড়নের শিকার শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি।

উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।