ফুলবাড়িয়ায় মহিষের আক্রমণে নিহত ১, আহত ১৯

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জবাই করার আগে হঠাৎ দড়ি ছিঁড়ে মানুষের ওপর আক্রমণ চালিয়েছে একটি মহিষ। এ সময় আক্রমণে সানোয়ার হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন।
রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পৌর এলাকায় বাজারের গরুর হাটে এ ঘটনা ঘটে। নিহত সানোয়ার হোসেন একই এলাকার বাসিন্দা।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, রোববার (১০ নভেম্বর) বিকেলে পৌর এলাকায় বাজারের গরুর হাটে তোলা হয় বিশাল আকৃতির কালো রঙয়ের একটি মহিষ। এটি কেনেন কসাই শফিক ও চানু।
পরে মহিষটি জবাই করার আগে হঠাৎ দড়ি ছিঁড়ে বাজারের মানুষের ওপর আক্রমণ করে। এ সময় মহিষের আক্রমণে সানোয়ারসহ কমপক্ষে ২০ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সানোয়ার।
আপনার মতামত লিখুন