খুঁজুন
বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিবন্ধী দিবস উপলক্ষে কাপ্তাইয়ে ২০ জন প্রতিবন্ধী পেলো সরকারি সহায়তা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ১:৪০ অপরাহ্ণ
প্রতিবন্ধী দিবস উপলক্ষে কাপ্তাইয়ে ২০ জন প্রতিবন্ধী পেলো সরকারি সহায়তা

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ প্রতিবন্ধী দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা সমাজসেবা বিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কাপ্তাইয়ের ২০ জন প্রতিবন্ধীর মধ্যে কম্বল বিতরণ করা হয়। এইছাড়া ৩ জন ক্যান্সার, কিডনি রোগীদের মধ্যে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

রবিবার সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলনে কক্ষ কিন্নরী তে উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান এর সভাপতিত্বে এইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হোসেন, সহকারী তথ্য অফিসার মোঃ হারুন, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা না, তাদের ভালোবাসুন, সহযোগিতা করুন। সমাজসেবা অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন প্রতিবন্ধী ব্যক্তিদের সবসময় সার্বিক সহযোগিতায় করে আসছেন

এন-কে

Feb2