ওয়ানডে দলের দায়িত্বও রোহিত শর্মার কাঁধে

ভারতের ওয়ানডে দলের নেতৃত্বও হারালেন বিরাট কোহলি। এই ফরম্যাটেও দলকে নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা। বুধবার (৮ ডিসেম্বর) তাকে নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
দক্ষিণ আফ্রিকা সফরের আগে রোহিতকে অধিনায়ক করেছে ভারত। টি-টোয়েন্টির পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও বিরাট কোহলির জায়গায় স্থলাভিষিক্ত হলেন তিনি। টেস্টেও রোহিত সহঅধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অনেক দিন আগে থেকেই বিরাট কোহলি অধিনায়কত্ব হারাতে পারেন বলে গুঞ্জন ছিল।
কেউ কেউ বলছিলেন, দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে কোহলিকেই অধিনায়ক রাখা উচিত। আগামী সাত মাসে ভারতের মাত্র ৯টি একদিনের ম্যাচ রয়েছে। তাই নতুন করে অধিনায়ক পরিবর্তন করার প্রয়োজন নেই। আবার কেউ বলছিলেন, সীমিত ওভারের ক্রিকেটে আলাদা অধিনায়ক রাখা ঠিক নয়। রোহিত শর্মা যখন পাকাপাকিভাবে টি-টোয়েন্টির দায়িত্ব নিয়েছেন, তাকে একদিনের ক্রিকেটেও অধিনায়ক করা উচিত। বিশেষ করে ২০২৩ সালে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে এখনই এটি করা উচিত।
১৬ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্বভার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিরাট কোহলি। এক টুইটে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারত দলের এই ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়বেন বলে ঘোষণা দেন। টুইটে কোহলি বলেন, আমার চাপের কথা ভেবে দেখলাম, তিন ফরম্যাটে খেলা আবার অধিনায়কত্ব, গত ৪-৫ বছর ধরে আমার জন্য একটু বেশি খাটুনি যাচ্ছে। সব সময়ই আমি দলকে সেরাটা দিয়ে এসেছি, দেওয়ার চেষ্টা করেছি। এখন মনে হচ্ছে আমার একটু বিরতি দরকার। তাই বিশ্বকাপের পর থেকে টি-টোয়েন্টিতে আমি আর ভারতকে নেতৃত্ব দেব না। ব্যাটার হিসেবে দলের সঙ্গে থাকব।
ভারত অধিনায়ক যোগ করেন, হ্যাঁ, আমি অনেক চিন্তাভাবনা করার পর এই সিদ্ধান্ত নিয়েছি, অনেকের সঙ্গে আলাপ করার পর। রবি ভাইয়ের সঙ্গে কথা বলেছি, রোহিতের সঙ্গে আলাপ হয়েছে। আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আমি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করব না।
কোহলির পর ৯ নভেম্বর ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব পান রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণার দিনই তাকে অধিনায়ক করে বিসিসিআই। অধিনায়ক হিসেবে বিরাট সবশেষ ম্যাচটি খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। এটিই তার নেতৃত্বে ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটে শেষ ম্যাচ- এমন ঘোষণা দিয়েই মরুর বুকে খেলতে নেমেছিলেন কোহলি।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টেস্ট খেলবে ভারত। এই সিরিজকে সামনে রেখে বুধবার (৮ ডিসেম্বর) ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই।
ভারত দল
বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, শ্রেয়াস আয়ার, হানুমা ভিহারি, রিশভ পন্ত, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, জাসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুর ও মোহাম্মদ সিরাজ।
এন-কে
আপনার মতামত লিখুন