খুঁজুন
বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আরাফাত সানিকে মেরে নিষিদ্ধ শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯, ৫:২৮ অপরাহ্ণ
আরাফাত সানিকে মেরে নিষিদ্ধ শাহাদাত

খুলনায় জাতীয় লিগের ম্যাচে লড়ছে ঢাকা ও খুলনা বিভাগ। এ ম্যাচ চলার সময় সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে পেটালেন ঢাকা বিভাগের পেসার শাহাদাত হোসেন রাজিব। যার কারণে নিষিদ্ধ ও জরিমানা করা হয়েছে তাকে।

ইতিবাচক না হলেও নেতিবাচক কারণে বারবারই খবরের শিরোনাম হচ্ছেন জাতীয় দলের সাবেক পেসার শাহাদাত হোসেন রাজিব। গৃহকর্মী নির্যাতনের মামলায় কয়েক মাস জেলেও ছিলেন তিনি। এবার বিতর্কে জড়িয়েছেন মাঠের ভেতরেই।

গত রবিবার শেখ আবু নাসের স্টেডিয়ামে বলের এক পিঠ ঘঁষে দেয়ার জন্য আরাফাত সানি জুনিয়রকে বলেন রাজিব। কিন্তু সেটা ঠিকভাবে করতে পারবেন না বলে জানান আরাফাত। আর এতেই মেজাজ হারিয়ে ফেলেন রাজিব। ক্ষিপ্ত হয়ে তিনি চড়-থাপ্পড় দিতে থাকেন আরাফাতকে। এমনকি তাকে লাথিও মেরেছেন অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি সাবেক ক্রিকেটার শিপার। বোর্ডের কাছে তিনি রিপোর্ট পাঠানোর পর তাকে ৫০,০০০ হাজার টাকা জরিমানা ও আগামী ১ বছর সকল প্রকার ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

এই বিষয়ে ক্রিকবাজকে শাহাদাত বলে; “নিষিদ্ধ হওয়ার কারণে জাতীয় লিগের বাকি ম্যাচ গুলো খেলা হচ্ছে না আমার। আমি জানিনা আমার ভবিষ্যত কি হবে। তবে আমি মেজাজ হারিয়েছি এবাং তারও দোষ আছে সে বাজে ব্যবহার করেছে।”

Feb2