দিনব্যাপী জমকালো আয়োজনে চট্টগ্রাম ব্যুরো অফিসে দীপ্ত টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে সোমবার দিনব্যাপী জমকালো আয়োজনে পালিত হয়েছে দীপ্ত টিভির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজের চট্টগ্রামের দীপ্ত টিভির কার্যালয়ে দিনব্যাপী সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।
এর আগে সকালে নগরীর জামালখান রোডস্থ চট্টগ্রাম প্রেসক্লাবে আন্তরিকতাপূর্ণ এক অনুষ্ঠান আযোজনের মধ্য দিয়ে দীপ্ত টিভির লোগো সম্বলিত কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন হয়।
দীপ্ত টেলিভিশনের চার বছর পূর্তি অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানাতে ছুটে আসেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির সহ সমাজের বিভিন্ন শ্রেণির জন প্রতিনিধিরা। দীপ্ত টিভির চট্টগ্রাম বিভাগীয় প্রধান লতিফা আনসারী রুনার হাতে ফুলের তোড়া দিয়ে আগত অতিথিরা শুভেচ্ছা বিনিময় করেন।
অল্পদিনেই দীপ্ত টেলিভিশন জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে জানিয়ে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন ভবিষ্যতে বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি চট্টগ্রামসহ দেশের নানা উন্নয়নের চিত্র জনগণের মাঝে তুলে ধরবে দীপ্ত টিভি এমনটাই প্রত্যাশা তার।
অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সহ-সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য রিয়াজ হায়দার চৌধুরী।
তিনি বলেন, চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের অধিকার মর্যাদা ও সাম্যের বিষয়ে সচেতন ভূমিকা প্রত্যাশা করেন। গণমাধ্যম জগতে দীপ্ত টিভি এমন ভূমিকা রাখার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ লক্ষ্যমাত্রা সম্পন্নের কাজ ত্বরান্বিত করবে বলেও জনপ্রত্যাশা রয়েছে।
অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন। তিনি বলেন, দীপ্ত টিভির সুলতান সোলামানের সিরিয়ালটা এবং দীপ্ত’র প্রভাতী অনুষ্টানটা খুবই মনোরম। শুনলে মন জুড়িয়ে যায়। দীপ্ত’র প্রভাতী অনুষ্টানটা শুনে দিনটা শুরু করলে সারাদিনটাই ভালো কাটে।
রাতের অনুষ্টানে আরো মনোযোগী হওয়ার অনুরোধ জানিয়ে সুজন বলেন, যাতে রাতের অনুষ্টানটি উপভোগ করতে করতে দর্শক সুখনিদ্রা যেতে পারে। তাছাড়া বিশেষ করে চট্টগ্রামের অনুষ্টান প্রচারের উপর আরো একটু গুরুত্ব দেয়ার জন্য দীপ্ত টেলিভিশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, সিএমপি, জেলা প্রশাসন, চিটাগাং চেম্বার, উইমেন চেম্বার, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
সুলতান সুলেমান খ্যাত দীপ্ত টিভির অগ্রযাত্রা অব্যাহত রাখার কথা জানিয়ে আগত অতিথিরা জানান দীপ্ত টিভির সকল অনুষ্ঠান দর্শকনন্দিত হয়েছে। সামাজিক নানা চিত্র তুলে ধরে এবং শিক্ষামূলক নানা অনুষ্ঠান তৈরি করে দীপ্ত টিভি পৌছে যাবে সমাজের তৃণমূল মানুষের কাছে এমন প্রত্যাশা সবার।
বিকেল ৩টা থেকে চট্টগ্রামের দীপ্ত টিভির কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাতে ভিড় করতে থাকে বিভিন্ন প্রিন্ট, ইলেক্টনিক্স ও অনলাইন পোর্টালে চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীরা। এসময় সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়। চলে চা ও মিস্টি পর্ব। এছাড়াও ছিলো নানা আনন্দময় স্মৃতি মনে করিয়ে গণমাধ্যম কর্মীদের খুনসুটি।
আপনার মতামত লিখুন